• facebook
  • twitter
Sunday, 14 December, 2025

ডিসেম্বরে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাসমেলা ময়দানে বড়সড় জনসভার আয়োজন করা হচ্ছে

প্রতিনিধিত্বমূলক চিত্র

ডিসেম্বরে কোচবিহার সফরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এসআইআর আবহে এবার নজর উত্তরবঙ্গ-সহ কোচ-রাজবংশী সম্প্রদায়। দীর্ঘদিন পর রাসমেলা ময়দানে জনসভা করার কথা তাঁর। মুখ্যমন্ত্রীর সফর ঘিরে প্রস্তুতি তুঙ্গে জেলা তৃণমূল নেতৃত্বের। ৯ ডিসেম্বর মঙ্গলবার সকালে কোচবিহার পৌঁছবেন মুখ্যমন্ত্রী। রাসমেলা ময়দানে বড়সড় জনসভার আয়োজন করা হচ্ছে। পরে তিনি প্রশাসনিক বৈঠক করতে পারেন বলে খবর। তবে সেই সূচি এখনও চূড়ান্ত নয়। জেলা নেতৃত্বের মতে, এসআইআর প্রক্রিয়া চলাকালীন মুখ্যমন্ত্রীর এই জনসভা বিশেষ তাৎপর্যপূর্ণ হতে চলেছে। এনিয়ে কী বক্তব্য দেন মমতা বন্দ্যোপাধ্যায়, সেদিকে নজর রাজনৈতিক মহল থেকে আমজনতা সকলেরই।

Advertisement

Advertisement