• facebook
  • twitter
Thursday, 20 March, 2025

সড়ক পথে দুষ্কৃতী তাণ্ডব, গাড়ি উল্টে প্রাণ গেল চন্দননগরের তরুণীর

প্রথমে গাড়ি থেকে কটূক্তি, তারপর গাড়ি নিয়ে ধাওয়া। প্রাণ ভয়ে তীব্র গতিতে গাড়ি ছোটাতে গিয়ে গাড়ি উল্টে প্রাণ গেল চন্দননগরের তরুণীর।

প্রতীকী চিত্র।

প্রথমে গাড়ি থেকে কটূক্তি, তারপর গাড়ি নিয়ে ধাওয়া। প্রাণ ভয়ে তীব্র গতিতে গাড়ি ছোটাতে গিয়ে গাড়ি উল্টে প্রাণ গেল চন্দননগরের তরুণীর। আহত আরও চারজন। মৃতার নাম সুতন্দ্রা চট্টোপাধ্যায় (২৬)। পেশায় নৃত্যশিল্পী সুতন্দ্রা চন্দননগরের নাড়ুয়ার রায়পাড়ার বাসিন্দা।

মৃতার পরিবার সূত্রে খবর, শনিবার ব্যক্তিগত কাজে চন্দননগর থেকে গয়ার উদ্দেশে গাড়ি নিয়ে রওনা দিয়েছিলেন তরুণী-সহ পাঁচজন। তাঁরা বুদবুদ থানা এলাকার একটি পেট্রোল পাম্পে তেল ভরার জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলেন। অভিযোগ, সেই সময় আরও একটি গাড়ি তেল ভরানোর জন্য আসে। ওই গাড়িতেই মদ্যপ অবস্থায় ছিলেন বেশ কয়েকজন যুবক।

অভিযোগ, তরুণীকে দেখে কটূক্তি করতে থাকেন তাঁরা। তারপরে ভয়ে তরুণীর গাড়ি এলাকা ছেড়ে চলে গেলেও তীব্র গতিতে ধাওয়া করতে থাকেন মদ্যপ যুবকেরা। এর পরে পানাগড় রাইসমিল রোডের মুখে তরুণীদের গাড়িতে ধাক্কা মারে মদ্যপ যুবকদের গাড়ি।

ফলে প্রথমে রাস্তার ধারের একটি দোকানে ধাক্কা মেরে পরে শৌচালয়ে ধাক্কা মেরে উল্টে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তরুণীর। বাকি চারজনের চোট লাগলেও , তাঁরা বর্তমানে স্থিতিশীল বলে জানা গিয়েছে। গাড়ি উল্টানোর খবর পেয়ে ঘটনাস্থলে যায় কাঁকসা থানার পুলিশ। আটক করা হয় দুটি গাড়িকেই। তবে পলাতক অভিযুক্ত যুবকেরা। এ প্রসঙ্গে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ডেপুটি কমিশনার অভিষেক গুপ্ত বলেন, আমরা গাড়িটিকে উদ্ধার করেছি। অভিযুক্তদের খোঁজ চলছে।