বোলপুরে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত বোমা উদ্ধার। বিষয়টি নজরে আসতেই এলাকাটি কড়া নিরাপত্তায় ঘিরে ফেলা হয়। দীর্ঘ একমাস প্রশাসনিক প্রস্তুতির পর বোমাটি নিষ্ক্রিয় করল কেন্দ্রীয় বাহিনী। রোমহর্ষক এই ঘটনাটি ঘটেছে বোলপুর থানা এলাকায় অজয় নদের পাড়ে।
জানা গিয়েছে, লাউদহ গ্রামে অজয় নদের পাড়ে এক মাস আগে জেলেদের নজরে আসে এক অচেনা সিলিন্ডারের মতো ধাতব বস্তু। সেটি দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে অনুমান করা হয়েছিল, সেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ে ব্যবহৃত একটি শক্তিশালী বোমা। বিষয়টি প্রশাসনের নজরে আসতেই ওই এলাকাটি কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়। ঘিরে রাখা হয় ধাতব বস্তুটিকে। প্রশাসনের তরফে স্থানীয় মানুষকে সাময়িকভাবে ওই স্থান ত্যাগ করার জন্য অনুরোধ করা হয়। এভাবে একমাস পুলিশি পাহারায় রাখা হয়েছিল এলাকাটি। অবশেষে একমাস পর আজ বুধবার কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়।
Advertisement
এদিকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কেটে গিয়েছে প্রায় ৮০ বছর। দীর্ঘ এতো বছর পর আজও বোমাটি সক্রিয় রয়েছে দেখে হতবাক হয়ে যান সকলে। বোমাটি নিষ্ক্রিয় করার পর আতঙ্কমুক্ত হন এলাকাবাসী। তাঁরা তৎপরতার সঙ্গে এই কাজের জন্য প্রশাসনকে সাধুবাদ জানান।
Advertisement
Advertisement



