• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

পুলিশকর্মীদের হেনস্থা, মীনাক্ষী সহ ১৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের

ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল কোতোয়ালি থানার পুলিশ।

ফাইল ছবি

ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় সহ ১৬ জনের বিরুদ্ধে একাধিক জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করল পশ্চিম মেদিনীপুরের কোতোয়ালি থানার পুলিশ। স্যালাইন কাণ্ডে প্রসূতি মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনার প্রতিবাদ মিছিল করেছিলেন মীনাক্ষীরা। এই মিছিলেই পুলিশকর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় ডিওয়াইএফআই কর্মীদের। এরপরই জামিন অযোগ্য ধারায় মোট ১৬ জনের বিরুদ্ধে মামলা রুজু করা হল। তাঁদের বিরুদ্ধে পুলিশ কর্মীদের হেনস্থা, গালিগালাজ, ইট–পাথর দিয়ে পুলিশের সুরক্ষার সরঞ্জাম নষ্ট করা, উদ্দেশ্যপ্রণোদিতভাবে আঘাত করা ইত্যাদি অভিযোগ উঠেছে।

কয়েকদিন আগে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে পাঁচ প্রসূতি অসুস্থ হয়ে পড়েছিলেন। তাঁদের মধ্যে এক প্রসূতি ও এক সদ্যোজাতের মৃত্যু হয়েছে। অভিযোগ, প্রসূতিদের শরীরে পশ্চিমবঙ্গ ফার্মাসিউটিক্যালসের তৈরি নিম্নমানের রিঙ্গার ল্যাকটেট স্যালাইন ব্যবহার করা হয়েছিল। এই কারণেই মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা ঘটেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবিতে বুধবার মেদিনীপুরে প্রতিবাদ মিছিল করে সিবিএমের ছাত্র, যুব ও মহিলা সংগঠন। জেলাশাসকের অফিসের সামনে পুলিশ মিছিলটি আটকে দেয়। সেই সময় পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধস্তাধস্তি বেঁধে যায়।

Advertisement

মিছিল থেকে মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি সহ আরও বেশ কয়েকটি দাবি ওঠে। ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়। পরে জানা যায় মীনাক্ষী সহ ১৬ জনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু করা হয়েছে।

Advertisement

Advertisement