সােমবার রক্তের আকাল মেটাতে পূর্ব বর্ধমানের নবাবহাটে স্বেচ্ছায় রক্তদান শিবির হয় গেল। আয়ােজক বেলকাশ অঞ্চল তৃণমূল জয়হিন্দ বাহিনী। শিবিরের উদ্ধাধন করেন জয়হিন্দ বাহিনীর সভাপতি রবীন নন্দী।
বেলকাশ অঞ্চল তৃণমূল জয়হিন্দ বাহিনীর সভাপতি সেখ ইসলাম এবং সেখ দিলীপ এর ব্যবস্থাপনায় ওই রক্তদান শিবিরে মহিলা রক্তদাতাদের উৎসাহ ছিল চোখে পড়ার মতাে। উপস্থিত ছিলেন জেলা কো-অর্ডিনেটার সেখ ডালিম, বেলকাশ গ্রাম পঞ্চায়েত প্রধান জাহানারা খাতুন, বর্ধমান শহর তৃণমূল জয়হিন্দ বাহিনীর কর্মকর্তা পল্লব দাস এক ব্লক তৃণমল জয় হিন্দ বাহিনীর সভাপতি সিরাজুল হক, চেয়ারম্যান পাপ্পু খান, জয়হিন্দু বাহিনীর নেত্রী সাহানা পারভিন, সমরজিৎ দাস প্রমুখ। রবীন নন্দী তাঁর ভাষণে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সম্প্রীতি রক্ষা ত্রতে রক্তদান শিবিরের তাৎপর্য ব্যাখ্যা করেন।
Advertisement
Advertisement
Advertisement



