• facebook
  • twitter
Thursday, 8 January, 2026

বিজেপির আইটি সেলকে দিয়ে অ্যাপ বানিয়েছে: মমতা

বিজেপির আইটি সেলকে দিয়ে কমিশন অ্যাপ বানিয়েছে বলে নিশানা মমতার

সোমবারের পর মঙ্গলবারও গঙ্গাসাগর থেকে নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘এসআইআর নিয়ে ভুলভাল কাজ করছে কমিশন।’ নির্বাচন কমিশনের বিরুদ্ধে ফের অভিযোগ তুললেন  মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি গুরুতর অভিযোগ তোলেন। বিজেপির আইটি সেলকে দিয়ে কমিশন অ্যাপ বানিয়েছে বলে নিশানা মমতার। বিষয়টিকে ‘অবৈধ, অসাংবিধানিক এবং অগণতান্ত্রিক’ বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

মঙ্গলবার গঙ্গাসাগর থেকে ফেরার পথে সংবাদমাধ্যমের মুখোমুখি হন মুখ্যমন্ত্রী। বিজেপির পাশাপাশি নির্বাচন কমিশনকে নিশানা করেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, ‘ভুলভাল করছে কমিশন। জীবিতদের মৃত দেখাচ্ছে। বয়োজ্যেষ্ঠদের নাকে নল পরিয়ে নিয়ে যাচ্ছে।‘

Advertisement

বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় হেনস্থার অভিযোগ ঘিরে ইতিমধ্যেই রাজ্যজুড়ে তোলপাড়। মানুষের মৌলিক অধিকারের প্রশ্নে সরকার আইনি পথে লড়বে বলে জানান মুখ্যমন্ত্রী। তাঁর নির্দেশ মতো মঙ্গলবারই  মামলা দায়ের করল রাজ্যের শাসকদল ৷ তৃণমূলের অভিযোগ, ‘ বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ৫৮ লক্ষ নাম বাদ গিয়েছে৷ এর জন্য কোনও নোটিস পাঠানো হয়নি বা কোনও শুনানি হয়নি ৷ তৃণমূলের পক্ষে দলের রাজ্যসভার দলনেতা ডেরেক ও’ব্রায়েন শীর্ষ আদালতে মামলা দায়ের করেছেন ৷

Advertisement

তিনি বলেন, ‘গত ২০২৫ সালের ১৬ ডিসেম্বর পশ্চিমবঙ্গে খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন ৷ এই তালিকা থেকে ৫৮ লক্ষ ২০ হাজার ৮৯৮ জনের নাম বাদ দেওয়া হয়েছে ৷ এর জন্য কোনও ব্যক্তিগত শুনানি হয়নি এবং কাউকে নোটিস পাঠানো হয়নি ৷ গত বছর ২০২৫ সালে ‘স্পেশাল সামারি রিভিশনে’র পর ৭ কোটি ৬৬ লক্ষ ৩৭ হাজার ৫২৯ ভোটারের সংখ্যা এক ধাক্কায় কমে ৭ কোটি ৮ লক্ষ ১৬ হাজার ৬১৬ হয়েছিল ৷ বিগত ২০২৩ সালের ১১ আগস্ট নির্বাচন কমিশন ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়ার যে বিস্তারিত এসওপি জারি করেছিল, এই ঘটনা তার পরিপন্থী ৷’ জানা গিয়েছে, চূড়ান্ত ভোটার তালিকা আগামী ১৪ ফেব্রুয়ারি প্রকাশিত হবে |

সোমবারই গঙ্গাসাগর থেকে এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে দ্বারস্থ হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। নাগরিক হিসেবে শীর্ষ আদালতে কথা বলার অনুমতি চাইবেন বলেও জানিয়েছিলেন তিনি। তিনি বলেছিলেন, ‘আমরা আইনের সাহায্য নিচ্ছি। এত মানুষকে যেভাবে সমস্যা ফেলা হচ্ছে, প্রয়োজনে আমি নিজেও প্লিড করার পারমিশন চাইব।‘

তাড়াহুড়ো করে এসআইআর চালাতে গিয়ে বহু মানুষের নাম ভোটার তালিকা থেকে কাটা পড়েছে। এর জেরে ৭০–৮০ জনের মৃত্যু ও আতঙ্কে আত্মহত্যার চেষ্টা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। মুখ্যমন্ত্রীর বক্তব্য ‘এসআইআর হোক, কিন্তু হাতে সময় নিয়ে দু’ বছর ধরে হোক। মানুষের অধিকার ভ্যানিশ করলে—আপনারাও ভ্যানিশ হয়ে যাবেন।‘

দু’দিন আগেই এসআইআর প্রক্রিয়া একগুচ্ছ অনিয়মের অভিযোগ তুলে দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে তৃতীয় বার চিঠি লিখেছিলেন মুখ্যমন্ত্রী। এদিন ফের একবার নির্বাচন কমিশন নিয়ে সরব হন তিনি। অন্যদিকে গঙ্গাসাগরের প্রস্তুতি নিয়েও এদিন বার্তা দেন মমতা। মুখ্যমন্ত্রী জানান,’গঙ্গাসাগর মেলার জন্য পর্যাপ্ত বেডের ব্যবস্থা, হাসপাতালের ব্যবস্থা, চিকিৎসকের ব্যবস্থা, অ্যাম্বুলেন্সের ব্যবস্থা রয়েছে।‘ এমনকী পর্যাপ্ত যানবাহনের ব্যবস্থা থাকছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

 

Advertisement