• facebook
  • twitter
Monday, 11 November, 2024

বিজেপি টাকা দিয়ে প্রার্থী কিনেছে বিস্ফোরক রূপা

বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় গত কয়েকদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন । প্রার্থী তালিকা দেখে উগরে দিয়েছেন ক্ষোভ।

রূপা গঙ্গোপাধ্যায় (ছবিঃফেসবুক@@RoopaBJP)

বিজেপির রাজ্যসভার সাংসদ রূপা গঙ্গোপাধ্যায় গত কয়েকদিন ধরেই দলীয় নেতৃত্বের বিরুদ্ধে অসন্তোষ প্রকাশ করেছেন । প্রার্থী তালিকা দেখে উগরে দিয়েছেন ক্ষোভ।

এদিন তিনি স্পষ্ট বলেই দিলেন বাংলা বিজেপির সঙ্গে আর সম্পর্ক রাখছেন না রূপা। কলকাতা পুরসভার ভোটের প্রার্থী তালিকা ঘোষণা হতেই দলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন রূপা গঙ্গোপাধ্যায়। তিস্তা দাস বিশ্বাসের মৃত্যুর পর ওই এলাকা থেকে তাঁর স্বামী গৌরবকেই প্রার্থী করা হোক, চেয়েছিলেন তিনি । কিন্তু বাস্তবে তা হয়নি। তারপর থেকেই দলের প্রতি বিরূপ রূপা।

নির্দল প্রার্থী হিসেবে ভোটে দাঁড়ানো গৌরবের হয়ে প্রচার চালিয়েছেন তিনি। এর আগে বিজেপির দলীয় বৈঠক থেকেও বেরিয়ে যেতে দেখা গেছে রূপা গঙ্গোপাধ্যায়কে । ভাটের বৈঠকে ডাকেন কেন, এমন মন্তব্যও করেছিলেন তিনি। যা নিয়ে বেশ অস্বস্তিতে পড়েছিল গেরুয়া শিবির।

রাজ্য বিজেপির সঙ্গে সম্প্রতি সম্পর্ক ত্যাগ করেছেন আরও এক বর্ষীয়ান নেতা তথাগত রায়ও। তিনিও দলীয় নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন বারবার। এবার রূপা গঙ্গোপাধ্যায়ও হাঁটলেন সেই পথেই।