বর্ষবরণের আগে রাজ্যে বাড়লো করোনা গ্রাফ

গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ১৩ লক্ষ ৯১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে।

Written by SNS Kolkata | January 1, 2022 7:25 pm

Kolkata: People warm themselves around the fire on a chilly winter evening in Kolkata on Dec 22, 2019. (Photo: Kuntal Chakrabarty/IANS)

বর্ষশেষে উদ্বগ বাড়াল রাজ্যের কোভিড গ্রাফ। গত ২৪ ঘণ্টায় একধাক্কায় অনেকটাই বাড়ল দৈনিক করোনা সংক্রমণ। কমল দৈনিক মৃতের সংখ্যা।

রাজ্যের পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ। রাজ্য স্বাস্থ্যদপ্তর থেকে পাওয়া তথ্য অনুযায়ী, কলকাতায় একদিনে করোনা আক্রান্ত ১ হাজার ৯২৪ জন। সংক্রমণের নিরিখে তারপরেই রয়েছে উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা।

সেখানে গত ২৪ সংক্রমিত হয়েছেন যথাক্রমে ৪৯৬ এবং ১২৬ জন। দৈনিক সংক্রমণের নিরিখে উদ্বগ বাড়াচ্ছে হাওড়ায়। এখানে একদিনে সংক্রমিত ২৯৮ জন।

তার ফলে গোটা রাজ্যজুড়ে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৬ লক্ষ ৩৮ হাজার ৪৮৫ জন। গত ২৪ ঘণ্টায় করোনা প্রাণ কেড়েছে ৭ জনের। তার ফলে এখনও পর্যন্ত মোট ১৯ হাজার ৭৬৪ জনের মৃত্যু হয়েছে।

করোনাকে হারিয়ে সুস্থ হয়েছেন ১ হাজার ৫১০ জন। বাংলায় মোট করোনাজয়ী ১৬ লক্ষ ৮ হাজার ১১ জন। পজিটিভিটি রেট বেড়ে দাঁড়াল ৮.৪৬ শতাংশ।করোনা সংক্রমণ রুখতে যত দ্রুত সম্ভব আক্রান্তদের চিহ্নিত করাই লক্ষ্য। তাই জোর দেওয়া হচ্ছে করোনা পরীক্ষায়।

গত ২৪ ঘণ্টায় মোট ৪০ হাজার ৮১৩ জনের নমুনা পরীক্ষা হয়েছে। এখনও পর্যন্ত ২ কোটি ১৩ লক্ষ ৯১ হাজার ৮৭২ জনের নমুনা পরীক্ষা হয়েছে। আরও বেশি কোভিড টেস্ট করার পরামর্শ ICMR- এর।

ইতিমধ্যেই প্রত্যেকটি রাজ্যের স্বাস্থ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে। ভাইরাস মোকাবিলায় টিকাকরণ বাধ্যতামূলক। চলতি বছরের শেষদিনে ৪ লক্ষ ৯৪ হাজার ২৯৮ জন টিকা নিয়েছেন।

তার মধ্যে ২৯ হাজার ৫৮৬ জন পেয়েছেন প্রথম ডোজ এবং বাকি ৪ লক্ষ ৬৪ হাজার ৭১২ জন পেয়েছেন টিকার দ্বিতীয় ডোজ। করোনার নয়া স্ট্রেন ওমিক্রনের দাপটে ত্রস্ত গোটা দেশ।

বাংলায় এখনও পর্যন্ত মোট ১৭ জনের শরীরে মিলেছে নয়া স্ট্রেনের খোঁজ। ভাইরাসের মোকাবিলায় কলকাতার ১৭ টি পয়েন্টকে কনটেনমেন্ট করার ভাবনা কলকাতা পুরসভার প্রস্তাব পাঠানো হয়েছে নবান্নে।