• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মার্চে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ

একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। এবার ব্যাঙ্কের বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে মােদি সরকার।

প্রতিকি ছবি (File Photo: iStock)

একের পর এক সরকারি সংস্থার বেসরকারিকরণের পথে হাঁটছে কেন্দ্র। এবার ব্যাঙ্কের বেসরকারিকরণ করার প্রস্তাব দিয়েছে মােদি সরকার। তাদের সেই সিদ্ধান্তের প্রতিবাদে পথে নামছেন ব্যাঙ্কের কর্মচারীরা। প্রতিবাদ কর্মসুচির অঙ্গ হিসেবে মার্চ মাসে পরপর দু’দিন ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দিল কর্মচারী ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসােসিয়েশন। এই ধর্মঘট হলে মার্চ মাসে টানা চারদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে।

কেন্দ্রের সিদ্ধান্তের প্রতিবাদ কর্মসূচি হিসেবে ১৫ ও ১৬ মার্চ গােটা দেশে ব্যাঙ্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন। ইউনিয়ন অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসােসিয়েশন। এর ফলে বেজায় বিপাকে পড়তে চলেছেন সাধারণ গ্রাহকরা। কারণ তার আগে ১৩ ও ১৪ তারিখও ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৩ তারিখ মার্চ মাসের দ্বিতীয় শনিবার।

Advertisement

স্বাভাবিকভাবেই সেদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ১৪ তারিখ রবিবার। এর পর সপ্তাহের শুরুতেই দুদিন ব্যাংক বন্ধ রাখার ডাক দেওয়া হয়েছে। এর ফলে ব্যাহত হতে পারে এটিএম পরিষেবাও। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসােসিয়েশন এআইবিইএ ) -এর সভাপতি রাজেন নাগার বলেন, ব্যাঙ্ক গুলির বেসরকারিকরণের উদ্যোগের প্রতিবাদে এই ধর্মঘট আন্দোলন আরও জোরালাে হতে পারে।

Advertisement

উল্লেখ্য, মার্চ মাসে হােলি উৎসরে জন্যও বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই বিলগ্নিকরুণ নীতি নিয়ে কেন্দ্রকে তীব্র আক্রমণ করেছেন কংগ্রেস নেতা রাল গান্ধীও। টুইটে বিজেপিকে বিধে রাহুলের কটাক্ষ, মােদি সরকারের উন্নয়নের আর্থ সরকারি সংস্থাকে বিক্রি করে দেওয়া। এতে দেশের ক্ষতি হলেও, কিছু মানুষের লাভ হবে।

প্রসঙ্গত, এবার সাধারণ বাজেটে ব্যাঙ্কের বেসরকারিকরণের প্রস্তাব দিয়েছে কেন্দ্রীয় সরকার। এলআইসির শেয়ার খােলা বাজারে বিক্রির পাশাপাশি দুটি ব্যাঙ্কের বেসরকারিকরণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। এর পর থেকেই সর্বস্তরে প্রতিবাদ শুরু হয়েছে

Advertisement