বাংলাদেশে সংখ্যালঘু বাঙালিদের উপর নির্যাতনের অভিযোগ তুলে শুক্রবার কলকাতায় বাংলাদেশের ডেপুটি হাইকমিশনের সামনে বিক্ষোভে সামিল হয় বাংলা পক্ষ। সংগঠনের নেতা গর্গ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে কয়েকশো কর্মী মিছিল করে হাইকমিশনের দিকে এগোলে পুলিশ তাঁদের পথ আটকায়। ব্যারিকেড ভাঙার চেষ্টা ঘিরে বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের ধস্তাধস্তি শুরু হয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় শেষ পর্যন্ত ব্যারিকেডের সামনেই অবস্থান বিক্ষোভে সামিল হন আন্দোলনকারীরা।
বিক্ষোভ মঞ্চ থেকে গর্গ চট্টোপাধ্যায় অভিযোগ করেন, ‘বাংলাদেশে হিন্দু বাঙালিদের উপর একের পর এক হামলা প্রমাণ করছে যে, সে দেশে সংখ্যালঘুদের নিরাপত্তা চরম সংকটে।’ বিশেষ করে হিন্দু যুবক দীপু দাসের হত্যাকাণ্ডের প্রসঙ্গ তুলে তিনি বলেন, এই ঘটনা বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির ভয়াবহ দিককে সামনে এনে দিয়েছে।
Advertisement
গর্গ চট্টোপাধ্যায়ের দাবি, ভারত সরকারকে এই পরিস্থিতি নিয়ে কূটনৈতিক স্তরে কড়া অবস্থান নিতে হবে। তাঁর কথায়, ‘সংখ্যালঘু নির্যাতন বন্ধ না হলে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক ও কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনা করা প্রয়োজন।’
Advertisement
বাংলা পক্ষের অন্যান্য নেতারাও বিক্ষোভে বক্তব্য রাখেন। তাঁরা জানান, বাংলাদেশের হিন্দু বাঙালিদের উপর হামলা অবিলম্বে বন্ধ না হলে আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে সংগঠন। বিক্ষোভ ঘিরে ডেপুটি হাইকমিশনের আশপাশে মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ বাহিনী।
Advertisement



