ঘাটালে বাংলাকে কুশাসন মুক্ত করার ডাক দিলেন নাড্ডা

মঙ্গলবার ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট- এর সমর্থনে প্রচারে এসে বাংলাকে কুশাসন মুক্ত করার ডাক দিলেন  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা

Written by SNS Ghatal | March 24, 2021 6:18 pm

বিজেপি সভাপতি জে পি নাড্ডা। (Photo: Twitter/@JPNadda)

মঙ্গলবার ঘাটালের বিজেপি প্রার্থী শীতল কপাট- এর সমর্থনে প্রচারে এসে বাংলাকে কুশাসন মুক্ত করার ডাক দিলেন  বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা বলেন বাংলায় আইনের শাসন নেই।

ঘাটাল বিধানসভার বিজেপি প্রার্থী শীতল কপাট এর সমর্থনে মঙ্গলবার বিজেপির সর্বভারতীয় সভাপতি ঘাটালে রােড শো করেন। ঘাটালের কুশপত্র স্টপেজ থেকে ঘাটাল কলেউ মােড় পর্যন্ত এই রােড শােতে সে রকম মানুষের ভিড় লক্ষ্য করা যায়নি।

জে পি নাড্ডা বলেন, রাজ্যে কাটমনি সরকার চলছে। কুশাসন মুক্ত করে সােনার বাংলা তৈরি করবে বিজেপি। তাই রাজ্যে পরিবর্তন আনতে হবে, পশিচমবাংলার গুন্ডারাজ সরকার আর নয়।

তিনি স্বামী বিবেকানন্দ, রবীন্দ্রনাথ ঠাকুর সহ বিভিন্ন মহাপুরুষের নাম উল্লেখ করে বলেন বাংলার সংস্কৃতি নষ্ট করছে তৃণমূল সরকার। এই সংস্কৃতিকে রক্ষা করার জন্য বাংলার বিজেপির নেতৃত্বে আসল পরিবর্তন প্রয়োজন।

তিনি গরীব মানুষের স্বার্থে রেশনি সহ কেন্দ্রীয় সরকারের কয়েকটি প্রকল্পের কথা উল্লেখ করেন। সেই সঙ্গে বিজেপি প্রার্থী শীতল কপাট কে পদ্ম ফুল চিহ্নে ভােট দিয়ে নির্বাচিত করার আবেদন জানান।