নিজস্ব সংবাদদাতা, বর্ধমান, ১১ জুন– এক শিশু কন্যাকে যৌন নিগ্রহের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। পূর্ব বর্ধমানের পূর্বস্থলী – ১ ব্লকের নাদনঘাট থানা এলাকার ঘটনা। গুরুতর অসুস্থ অবস্থায় ওই শিশুকে কালনা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। শিশুর পরিবার সূত্রে জানা গিয়েছে, ওই শিশুর মা এবং বাবা কাজের সূত্রে বাড়ির বাইরে ছিলেন। এমন সময় অভিযুক্ত ওই প্রতিবেশী তার বাড়িতে ঢুকে ওই শিশু কন্যাকে একটি মোবাইল দিয়ে, তার ইচ্ছার বিরুদ্ধে তাকে যৌন নিগ্রহ করে। ঘটনা ঘটার একদিন পর ওই শিশু হাঁটতে পারছে না দেখে, তার মায়ের সন্দেহ হয়। এরপরই ওই শিশু পুরো ঘটনাটি তার পরিবারকে জানায়। পরিবারের পক্ষ থেকে নাদনঘাট থানায় জানালে পুলিশ অভিযুক্ত ওই প্রতিবেশীকে গ্রেপ্তার করে। ধৃত ব্যক্তিকে পুলিশ আজ কালনা মহকুমা আদালতে পাঠায়। একই সঙ্গে ধৃতকে পাঁচ দিনের পুলিশি হেফাজতের আবেদন করে নাদনঘাট থানার পুলিশ।
Advertisement
Advertisement



