• facebook
  • twitter
Saturday, 17 January, 2026

কলকাতা পুলিশের অফিসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ পরিচারিকার

তাঁর অভিযোগ, কসবা থানা এলাকার ওই পুলিশ অফিসারের বাড়িতে কাজ করতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হন

কলকাতা পুলিশের এক অফিসারের বিরুদ্ধে কসবা এলাকায় শ্লীলতাহানির গুরুতর অভিযোগ এনেছেন এক তরুণী পরিচারিকা। তাঁর অভিযোগ, কসবা থানা এলাকার ওই পুলিশ অফিসারের বাড়িতে কাজ করতে গিয়ে তিনি নির্যাতনের শিকার হন। আতঙ্কে আবহ কাটিয়ে থানায় সরাসরি অভিযোগ জানান তিনি। শেষ পর্যন্ত ই-মেলের মাধ্যমে কসবা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতা।

অভিযোগকারিণী সোনারপুর থানা এলাকার বাসিন্দা। একটি আয়া সেন্টারের মাধ্যমে তিনি অভিযুক্ত অফিসারের বাড়িতে রান্না ও গৃহস্থালির কাজের দায়িত্ব পান। নিয়মিত কাজের সূত্রেই অভিযুক্তের কুনজরে পড়েন তিনি, এমনটাই দাবি। তরুণীর বক্তব্য, ঘটনার দিন বাড়ির অন্য সদস্যরা বাইরে বেরিয়ে গেলে তিনি একাই ছিলেন। সেই সুযোগে অভিযুক্ত অফিসার পিছন থেকে এসে তাঁকে জড়িয়ে ধরেন এবং শ্লীলতাহানির চেষ্টা করেন।

Advertisement

প্রতিবাদ করায় তাঁকে ফাঁসানোর চেষ্টা করা হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, তাঁর বিরুদ্ধে চুরির মিথ্যা অপবাদ দেওয়া হয় এবং ভয় দেখিয়ে জোর করে সাদা কাগজে লিখিয়ে নেওয়া হয়। ঘটনার পর আয়া সেন্টারের লোকজন এলে তাঁদের চাপ দেয় অফিসারের পরিবার। পরদিন অভিযুক্ত অফিসারের পরিবারের তরফে ফোন করে সোনা চুরির অভিযোগও তোলা হয়।

Advertisement

এই ঘটনার পর থেকেই মানসিকভাবে ভেঙে পড়েছেন তরুণী। তাঁর দাবি, নিয়মিত হুমকি দেওয়া হচ্ছে, যাতে তিনি মুখ না খোলেন। নিরপেক্ষ তদন্ত ও অভিযুক্তের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তিনি। ঘটনার জেরে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। তদন্তে কী উঠে আসে, এখন সেটাই দেখার।

Advertisement