• facebook
  • twitter
Friday, 5 December, 2025

যা বলার ইডিকেই বলেছি অর্পিতা

অর্পিতা আদালতে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতালে জানালেন, সাংবাদিকদের তাঁর আর কিছু বলার নেই। 'আমি যা স্টেটমেন্ট দেওয়ার ইডিকেই দিয়েছে।'

অর্পিতা মুখোপাধ্যায় (Photo: Kuntal Chakrabarty/IANS)

শুক্রবার অর্পিতা আদালতে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতালে জানালেন, সাংবাদিকদের তাঁর আর কিছু বলার নেই। আমি যা স্টেটমেন্ট দেওয়ার ইডিকেই দিয়েছে।’

যা হাসপাতাল থেকে বেরোনোর পথে তখন রীতিমতো কাঁদছেন অর্পিতা। চোখে জল। কান্নার দমকে বিকৃত হয়ে গিয়েছে মুখ।

Advertisement

তার মধ্যেই তাঁকে লক্ষ্য করে ধেয়ে আসে সাংবাদিকদের একের পর এক প্রশ্ন। জবাবে এল ওই জানানোর তিনি তদন্তকারীদেরই জানিয়ে দিয়েছেন।

Advertisement

অথচ গত ১২ দিনে পাঁচ বার হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষা করতে আসা-যাওয়ার পথে প্রতি বারই কিছু না কিছু বলেছেন অর্পিতা।

শুক্রবার আদালতে যাওয়ার আগে জোকা ইএসআই হাসপাতালে অর্পিতা জানালেন, সাংবাদিকদের তাঁর আর কিছু বলার নেই।

অর্পিতা বললেন, ‘আমি যা স্টেটমেন্ট দেওয়ার ইডিকেই দিয়েছে।’ খতিয়ে দেখা গেলে দেখা যাবে দু’টি ঘটনা ঘটেছে।

এক, অর্পিতাকে আদালতে তোলা হয়েছে। দুই, তাঁর সঙ্গে সম্ভবত আইনজীবীদের কথাও হয়েছে। কেন না আদালতে বুধবারই আইনজীবীরা অর্পিতার সঙ্গে দেখা করার অনুমতি চেয়েছিলেন।

ইডি একজন আইনজীবীকে ১৫ মিনিটের জন্য দেখা করার অনুমতিও দেয়।

এদিন এজলাসে অর্পিতার আইনজীবী জানিয়েছেন জেলেই থাকতে চান অর্পিতা মুখোপাধ্যায়। তবে অর্পিতাকে জেলে রাখা হোক প্রথম শ্রেণির কয়েদি হিসেবে।

Advertisement