• facebook
  • twitter
Tuesday, 30 December, 2025

মতুয়াদের আশ্বাস অমিত শাহর

তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে

রাজ্যে এসেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। মঙ্গলবার কলকাতার সাংবাদিক বৈঠকে ওপার বাংলা থেকে আসা হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন তিনি। নাগরিকত্ব নিয়ে আতঙ্কে ভুগছেন মতুয়ারা। সেই আবহে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। কেউ ওদের ক্ষতি করতে পারবে না। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।‘

বিশেষ নিবিড় সংশোধনকে নিয়ে বারবার সরব হয়েছে শাসক দল তৃণমূল। ছাব্বিশের নির্বাচনের আগে এসআইআর রাজনৈতিক চক্রান্ত বলে দাবি করেছে তৃণমূল। আতঙ্কে ছিলেন মতুয়া সম্প্রদায়ের মানুষরাও। যদিও বিজেপির তরফে তাঁদের বারবার আশ্বাস দেওয়া হয়েছিল, যে চিন্তার কোনও কারণ নেই।

Advertisement

খসড়া ভোটার তালিকা প্রকাশিত হতে দেখা যায়, বহু মতুয়াদের নাম নেই তাতে। গাইঘাটার ঠাকুরবাড়িতে প্রতিবাদ সভার ডাক দিয়েছিলেন অল ইন্ডিয়া মতুয়া মহা সংঘের আরেক সংঘাধিপতি তথা তৃণমূল সাংসদ মমতাবালা ঠাকুর। তা নিয়ে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়েছিল। আগামী ৫ জানুয়ারী পথ ধর্মঘটের ডাক দিয়েছেন মমতাবালাপন্থী মতুয়ারা।

Advertisement

এসবের মাঝেই কলকাতা থেকে মতুয়াদের নাগরিকত্ব হারানোর ভয়ের অবসান ঘটালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শান্তনু ঠাকুরকে পাশে নিয়েই তিনি বললেন,  ‘মতুয়াদের ভয়ের কোনও কারণ নেই। যারা শরণার্থী হয়ে বাংলায় এসেছে, কেউ ওদের ক্ষতি করতে পারবে না।  মমতা বন্দ্যোপাধ্যায়ও পারবেন না। তাঁদের সকলকে নাগরিকত্ব দেওয়া হবে।‘

Advertisement