• facebook
  • twitter
Friday, 5 December, 2025

রাজ্যে হিংসার জন্য মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন অগ্নিমিত্রা পাল

বাংলায় ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীকে দায়ী করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা দলের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল।

বাংলায় ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পর থেকে হিংসা হচ্ছে বলে রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপি অভিযোগ করে আসছে।

এবার সরাসরি বাংলায় ভোট পরবর্তী হিংসার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেই দায়ী করলেন আসানসোল দক্ষিণের বিধায়ক তথা দলের রাজ্যের অন্যতম সাধারণ সম্পাদিকা অগ্নিমিত্রা পাল।

Advertisement

রবিবার পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার সব থানাতেই ভোট পরবর্তী হিংসা বন্ধ করার দাবিতে জেলা বিজেপির পক্ষ থেকে অবস্থান করে বিক্ষোভ দেখানো হয়।

Advertisement

হিরাপুর থানায় দলের নেতা ও কর্মীদের নিয়ে অবস্থান করে বিক্ষোভ দেখান বিধায়ক অগ্নিমিত্রা পাল।

পরে জেলার বিজেপির তরফে ৫ দফা দাবির একটি স্মারক লিপি হিরাপুর থানার ওসিকে দেওয়া হয়।

এই আন্দোলনের পরে অগ্নিমিত্রা পাল বলেন ২০২১ সালের বিধানসভা নির্বাচনের পরে রাজ্যের শাসক দল তৃনমুল কংগ্রেস হিংসা ও সন্ত্রাস চালাচ্ছে। আর এতে নেতৃত্ব দিচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

বাংলায় গণতন্ত্রকে হত্যা করা হচ্ছে। এখানে কেউ বিরোধী দল করতে পারবে না বিশেষ করে বিজেপি।

বিজেপি করলেই তাকে হুমকি দেওয়া হচ্ছে। দলের নেতা ও কর্মীদের খুন করা হচ্ছে। মেরে ঝুলিয়ে দিয়ে বলা হচ্ছে আত্মহত্যা।

তিনি আরো বলেন, গত তিনদিনের মধ্যে দুটি এই রকম ঘটনা ঘটেছে। ২০২১ সালের মে মাসের পর থেকে ৬০ জনেরও বেশি দলের নেতা ও কর্মীকে মারা হয়েছে।

বিজেপি করলে তাকে ও তার পরিবারকে সামাজিক ভাবে বয়কট করা হচ্ছে। এদিকে আসানসোল শিল্পাঞ্চলের অন্যান্য থানায় বিক্ষোভ দেখায় বিজেপি।

Advertisement