• facebook
  • twitter
Friday, 2 May, 2025

দিঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের জন্য চলবে বাড়তি ট্রেন

হাওড়া থেকে যে ট্রেনটি ছাড়া হবে তার যাত্রা শুরু হবে দুপুর ১.১০ মিনিটে এবং সেটি বিকেল ৫.৩৫ মিনিটে দিঘা পৌঁছবে।

ফাইল ছবি

৩০ এপ্রিল উদ্বোধন হতে চলেছে দিঘার জগন্নাথ মন্দির। শেষ মুহূর্তের প্রস্তুতি নিয়ে ব্যস্ত প্রশাসন। মহাকুম্ভে পুণ্যার্থীদের সামলাতে হিমশিম খেতে হয়েছিল উত্তরপ্রদেশের প্রশাসনকে। সেই কথা মাথায় রেখে দিঘায় মন্দির উদ্বোধনে এই রাজ্যের পক্ষ থেকে কড়া ব্যবস্থা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে রাজ্যের অন্যান্য দপ্তরের আধিকারিক ও জেলা প্রশাসনের শীর্ষ কর্তাদের বৈঠক সম্পন্ন হয়েছে।

দিঘায় অতিরিক্ত নজরদারির ব্যবস্থা করা হয়েছে। পুণ্যার্থীদের যাতায়াতের কথা মাথায় রেখে বাড়তি ট্রেনের জন্য রেলের কাছে আবেদন জানানো হয়েছিল। রাজ্যের এই আবেদনে সাড়া দিয়ে দক্ষিণ-পূর্ব রেল ২৫ এপ্রিল থেকে ৪ মে পর্যন্ত রোজ দু’টি বাড়তি ট্রেন চলার ঘোষণা করেছে। ট্রেন দুটির মধ্যে একটি হাওড়া থেকে দিঘা ও অন্যটি পাঁশকুড়া থেকে দিঘার মধ্যে চলবে।

সূত্রের খবর, হাওড়া থেকে যে ট্রেনটি ছাড়া হবে তার যাত্রা শুরু হবে দুপুর ১.১০ মিনিটে এবং সেটি বিকেল ৫.৩৫ মিনিটে দিঘা পৌঁছবে। সেখান থেকে ফের ওই একই দিনেই ট্রেনটি বিকেল পৌঁনে ছ’টায় হাওড়ার উদ্দেশে রওনা দেবে এবং পোঁছবে রাত ১০.৩৫ মিনিটে। মোট ৪১ টি স্টেশনে ট্রেনটি থামবে । অন্যদিকে, পাঁশকুড়ার থেকে ট্রেনটি ভোর পৌঁনে পাঁচটায় ছাড়বে এবং দিঘা পৌঁছবে সকাল ৭.২৫ মিনিটে। সেখান থেকে ফের ৭.৩৫ মিনিটে ছেড়ে পাঁশকুড়া ফেরত আসবে সকাল ১০.২০ মিনিটে। পথে মোট ১৮টি স্টেশনে থামবে ট্রেনটি।

দিঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে প্রচুর মানুষের ভিড় হতে পারে বলে মনে করা হচ্ছে। এক্ষেত্রে মানুষের নিরাপত্তার উপর বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সেই অনুযায়ী সকল ব্যবস্থাও গ্রহণ করা হচ্ছে।