১২ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ৩। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে, নদিয়ার শান্তিপুরের বাবলা বাইপাস এলাকায়। ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা বলে মনে করছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভোরবেলা ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটে, যার ফলস্বরূপ দুটি ট্রাক একে অপরকে সজোরে ধাক্কা মারে।স্থানীয়দের বয়ান অনুযায়ী, ঘটনাটি ঘটে ভোর। ৫টা নাগাদ, যখন তাঁরা তীব্র শব্দ শুনতে পান এবং দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। সেখানে তাঁরা দেখতে পান, কলকাতা থেকে কৃষ্ণনগরগামী একটি বড় ট্রাক ছোট চার চাকা গাড়ি (৪০৭ গাড়ি)-কে ধাক্কা মেরে তার পেছনে প্রায় অর্ধেক ঢুকে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শান্তিপুর থানার পুলিশ।
পুলিশ সূত্রে খবর, ঘন কুয়াশার কারণেই এই দুর্ঘটনা। তিনজনের মৃত্যু হয়েছে। দুটি গাড়ি আটক করেছে পুলিশ। স্থানীয়রা জানান, শীতকালে রাস্তার পরিস্থিতি অত্যন্ত বিপজ্জনক হয়ে পড়ে, বিশেষ করে কুয়াশার সময়। ওই সময় গাড়ির চালকরা কার্যত কিছু দেখতে পান না, যার কারণে এমন দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের মতে, কুয়াশার মধ্যে সঠিকভাবে গাড়ি চালানোর জন্য আরও সতর্কতার প্রয়োজন। ঘন কুয়াশার সময় চালকদের জন্য বিশেষভাবে সাবধানতা অবলম্বন করার আহ্বান জানানো হয়েছে।