দিল্লি রোডের ধারে সিঙ্গুরের সুতো কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় আতঙ্ক ছড়াল। রবিবার সন্ধ্যায় আগুন লাগার পরই দ্রুত আগুন ছড়িয়ে পড়ে গোটা কারখানা জুড়ে। সুতোর কারখানা হওয়ায় আগুন আরও দাউদাউ করে জ্বলতে থাকে। আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৫টি ইঞ্জিন। সেই সময় কারখানার ভেতরে বেশ কয়েকজন শ্রমিক ছিলেন বলে খবর পাওয়া গিয়েছে। অন্যান্য দাহ্য পদার্থেও ঠাসা ছিল এই কারখানা। আগুন নেভাতে যথেষ্ট বেগ পেতে হয় দমকলকর্মীদের। আগুন লাগার খবর পেতেই স্থানীয় মানুষ এসে আটকে পড়া কারখানার শ্রমিকদের বের করে আনার চেষ্টা শুরু করেন।
Advertisement
Advertisement
Advertisement



