• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ময়নাগুড়িতে স্বর্ণকারের টাকা ও সোনা ভর্তি ব্যাগ ছিনতাই

ময়নাগুড়ি, ২২ মার্চ: দিনেদুপুরে সোনা ভর্তি ব্যাগ ছিনতাই ময়নাগুড়িতে। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে। জানা গিয়েছে, ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পনা মতো স্বর্ণ ব্যবসায়ী প্রণব কর্মকারের ব্যাগ ছিনতাই করে। এদিন তাঁর দোকানের তালার ওপর আগে থেকে নোংরা আবর্জনা লাগিয়ে রাখে দুষ্কৃতীরা। এরপর দোকানদার প্রদীপ কর্মকার দিনের শুরুতে যখন টাকা ও সোনা ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে দোকান খুলতে

ময়নাগুড়ি, ২২ মার্চ: দিনেদুপুরে সোনা ভর্তি ব্যাগ ছিনতাই ময়নাগুড়িতে। আজ, শুক্রবার ঘটনাটি ঘটেছে ময়নাগুড়িতে। জানা গিয়েছে, ছিনতাইকারীরা পূর্ব পরিকল্পনা মতো স্বর্ণ ব্যবসায়ী প্রণব কর্মকারের ব্যাগ ছিনতাই করে। এদিন তাঁর দোকানের তালার ওপর আগে থেকে নোংরা আবর্জনা লাগিয়ে রাখে দুষ্কৃতীরা। এরপর দোকানদার প্রদীপ কর্মকার দিনের শুরুতে যখন টাকা ও সোনা ভর্তি ব্যাগ কাঁধে নিয়ে দোকান খুলতে আসেন, তখন দোকানের তালার ওপর নোংরা দেখতে পান। তিনি তালা পরিষ্কার করার জন্য কাঁধের ব্যাগটি পাশেই নামিয়ে রাখেন। এরপর জল দিয়ে তালা পরিষ্কার করার সময় সামান্য অন্য মনস্ক হতেই সোনা ভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দেয় এক যুবক। সঙ্গে সঙ্গে তিনি ওই ছিনতাইকারীকে ধরতে পিছু ধাওয়া করেন। কিন্তু ছুটতে গিয়ে মাঝপথে হোঁচট খেয়ে পড়ে যান। সেই সময় অদূরেই ছিনতাইকারীর অন্য এক সহযোগী রাস্তায় বাইক নিয়ে অপেক্ষা করছিল। প্রদীপবাবু পড়ে যেতেই সেই ফাঁকে অপেক্ষারত বাইকে চেপে দুষ্কৃতীরা পালিয়ে যায়।

Advertisement

Advertisement