• facebook
  • twitter
Sunday, 8 December, 2024

শাশুড়ির মুখে বালিশ চাপা দিয়ে সোনার হার ছিনতাইয়ের চেষ্টা

গুণধর জামাইয়ের খোঁজে তল্লাশি

হার ছিনতাইয়ের একটি প্রতীকী চিত্র।

রাস্তাঘাটে মহিলাদের সোনার অলঙ্কার ছিনতাই করে পালানোর ঘটনা আকছার শোনা যায়। এজন্য অনেকেই রাস্তায় সোনার জিনিস পরে বেরোতে ভয় পান। কিন্তু তাই বলে শাশুড়ির গলার সোনার হার ছিনতাই? এই ঘটনা বিরলতম হলেও ফরাক্কার খোদাবন্দপুরে ঘটনা সেই ঘটল। নিজের শাশুড়ির মুখে বালিশ চাপা দিয়ে সোনার হার ছিনতাইয়ের চেষ্টা করল এক যুবক।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে ওই গুণধর জামাই তার শ্বশুরবাড়িতে যায়। সেখানে স্ত্রীকে প্রথমে মাদক জাতীয় কোনও দ্রব্য মিশিয়ে অচৈতন্য করে দেয়। এরপর চুপিসারে শাশুড়ির ঘরে ঢুকে গলা থেকে সোনার হার ছিনতাই করার চেষ্টা করে। ঘটনার সময় শাশুড়ি যাতে চিৎকার করতে না পারে, সেজন্য তাঁর মুখে বালিশ চাপা দেয় অভিযুক্ত যুবক।

যদিও ওই বৃদ্ধা অনেক ধ্বস্তাধ্বস্তির পর তাঁর গুণধর জামাইয়ের হাত থেকে রক্ষা পান। সজোরে চিৎকার করতেই ছুটে আসেন প্রতিবেশীরা। এরপরই চম্পট দেয় জামাই। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বিষয়টি নিয়ে পুলিশে খবর দেওয়া হয়। অভিযুক্ত যুবকের খোঁজে শুরু হয়েছে শুরু হয়েছে তল্লাশি।