• facebook
  • twitter
Saturday, 5 October, 2024

একদিন আগে শিয়ালদহ মেট্রো স্টেশনের উদ্বোধনে আমন্ত্রণ মুখ্যমন্ত্রীকে

মুখ্যমন্ত্রীকে মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল। রবিবার এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে মেট্রো প্রকল্পের উদ্বোধনে আমন্ত্রণ জানানো হল। রবিবার এ কথা জানিয়েছেন পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক একলব্য চক্রবর্তী।

জানা যায়, ইস্ট ওয়েস্ট মেট্রো প্রকল্পে সল্টলেকের সেক্টর ফাইভ থেকে শিয়ালদহ পর্যন্ত প্রকল্পের উদ্বোধন হবে। কিন্তু উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী-মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে না।

এ কথা জানা মাত্রই ক্ষোভে ফেটে পড়েন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। তিনি বলেন, ‘বাংলার মানুষকে এ ভাবে বোকা বানানো যায় না।

বাংলার মানুষ জানেন, এই মেট্রো প্রকল্প মমতাদির পরিকল্পনা, তিনিই প্রজেক্ট অনুমোদন করেছিলেন। তখন মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী। আর মেট্রোর কাজে প্রতি পদক্ষেপে সহযোগিতা করেছে রাজ্য।’

আরও বলেন, ‘জমি দেওয়া থেকে শুরু করে একাধিক সমস্যা ছিল। সব ক্ষেত্রেই রাজ্য সরকার সহযোগিতা করেছে। তার পরেও সৌজন্যবোধের এমন অভাব? বাহানা করে উদ্বোধন থেকে রাজ্যকে বঞ্চিত করা হচ্ছে।

মমতা বন্দ্যোপাধ্যায় যাওয়ার জন্য লালিত নয়। প্রশ্ন তুলে বলেন, কেন্দ্র যদি এ ভাবে অসহযোগিতা করে, তাহলে সহযোগিতা করা কি রাজ্যের পক্ষে সম্ভব?’