• facebook
  • twitter
Tuesday, 29 July, 2025

১৪ বছরের রিপোর্ট কার্ড প্রকাশ মমতার

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র ৮ মাস। তার আগে তৃণমূলের শেষ শহিদ স্মরণ সমাবেশ হয়ে গেল সোমবার।

২০২৬ সালে বিধানসভা নির্বাচনের আগে হাতে আর মাত্র ৮ মাস। তার আগে তৃণমূলের শেষ শহিদ স্মরণ সমাবেশ হয়ে গেল সোমবার। এই মঞ্চ থেকে ১৪ বছরের তৃণমূল জমানার রিপোর্ট কার্ড প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই রিপোর্ট কার্ডে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সাফল্যের কথা তুলে ধরা হয়েছে। পাশাপাশি তৃণমূলের জমানায় বাংলায় উন্নয়নের খতিয়ান তুলে ধরেছেন তিনি।

মমতা জানিয়েছেন, তৃণমূল সরকারের ৯৪টি সামাজিক স্কিম রয়েছে। তাঁর জমানায় রাজ্যে বেকারত্বের হার কমেছে ৪০ শতাংশ। দারিদ্র সীমার উপরে এসেছে ২ কোটি মানুষ। খাদ্যসাথীর মাধ্যমে ৯ কোটি মানুষকে বিনামূল্যে রেশন দেওয়া হচ্ছে। স্বাস্থ্যসাথী পরিষেবার সুবিধা পাচ্ছেন ৮ কোটি ৭২ লক্ষ মানুষ।

বাংলায় ১০০ দিনের কাজে টাকা দেওয়া বন্ধ করেছে বিজেপি সরকার। বিকল্প ‘কর্মশ্রী’ প্রকল্প চালু করে ৭৭ লক্ষ মানুষকে জব কার্ড দেওয়া হয়েছে। শ্রম দিবস তৈরি হয়েছে ৮৩ কোটি। শিক্ষাশ্রী প্রকল্পের সুবিধা পাচ্ছেন ১ কোটি ২৫ লক্ষ ছেলেমেয়ে। মেধাশ্রী পেয়েছেন ৬ লক্ষ ৬৫ হাজার জন। জয় জোহার প্রকল্পের সুবিধা পেয়েছেন ৩ লক্ষ ৬০ জন। তফসিলি বন্ধু প্রকল্পের সুবিধা পেয়েছেন ১০ লক্ষ ৩৫ হাজার মানুষ।
গৃহ পাট্টা পেয়েছেন ২ লক্ষ ২৬ হাজার জন। ১ লক্ষ ৮০ হাজার জন পেয়েছেন কৃষি পাট্টা। পাশাপাশি বনজ পাট্টা ৪৭ হাজার ও ফ্রি হোল্ড রাইটস পেয়েছে ৫৯ হাজার জন। ৪৫ লক্ষ পরিবার পেয়েছেন গ্রামীণ বাড়ি। বাড়ি তৈরির জন্য গত বছর ১২ লক্ষ উপভোক্তাকে টাকা দেওয়া হয়েছে। ডিসেম্বরে আরও ১৬ লক্ষ পরিবারকে টাকা দেওয়া হবে।

এছাড়াও মমতা জানিয়েছেন, ২০ লক্ষ ৬৪ হাজার মহিলাকে বিধবা ভাতা দেওয়া হয়েছে। বার্ধক্য ভাতা দেওয়া হয়েছে ৩৩ লক্ষ ১৯ হাজার জনকে। মানবিক ভাতা দেওয়া হয়েছে ৭ লক্ষ ৬৩ হাজার জনকে।

নগরোন্নয়ন দপ্তর ৫ লক্ষ বাড়ি তৈরি করে দিয়েছে। জগন্নাথ মন্দির, কালীঘাট, দক্ষিণেশ্বরে স্কাইওয়াক হয়েছে। ১২ লক্ষ স্বনির্ভর গোষ্ঠী তৈরি হয়েছে। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এখানেই শেষ নয়। গত ১৪ বছরে তৃণমূল সরকারের আমলে যে উন্নয়নগুলি হয়েছে তা পুস্তিকা প্রকাশ করে জানিয়ে দেওয়া হবে।