• facebook
  • twitter
Saturday, 21 September, 2024

আমার পার্টির ২০০ লোক ইডি ও সিবিআইয়ের নোটিশ পেয়েছে : মমতা

কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও ইডি লাগাতারভাবে এ রাজ্যের শাসক দলের নেতাদের বিভিন্ন সময়ে তলব করেছে। এখনও সেই ট্র্যাডিশন চলছে।

কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ও ইডি লাগাতারভাবে এ রাজ্যের শাসক দলের নেতাদের বিভিন্ন সময়ে তলব করেছে। এখনও সেই ট্র্যাডিশন চলছে।

বৃহস্পতিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে ইডি’র জেরার মুখে পড়তে হয়।

এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেন, ‘আমার পার্টির স্ত্রী এটা ২০০ লোক ইডি-সিবিআইয়ের নোটিশ পেয়েছে।

এই মন্তব্যের মাধ্যমে মুখ্যমন্ত্রী স্পষ্ট বুঝিয়ে দিতে চেয়েছেন কেন্দ্রীয় এজেন্সিকে সামনে রেখে বিরোধীদের শায়েস্তা করার খেলায় নেমেছে বিজেপি।

মহারাষ্ট্রে রাজনৈতিক সংকট নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ইডি-সিবিআই আর অর্থের জোরে এটা করছে বিজেপি।