• facebook
  • twitter
Friday, 5 December, 2025

ক্যানিং জীবনতলাতে ১৩ জন জুয়ারি গ্রেফতার, উদ্ধার টাকা

রবিবার ক্যানিং জীবনতলার হেদিযা অঞ্চলে গােপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ তেরােজন জুয়ারি কে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় জুয়ার বাের্ড।

প্রতীকী ছবি (Photo: iStock)

রবিবার ক্যানিং জীবনতলার হেদিযা অঞ্চলে গােপন সূত্রে খবর পেয়ে জীবনতলা থানার পুলিশ তেরােজন জুয়ারি কে গ্রেফতার করে। বাজেয়াপ্ত করা হয় জুয়ার বাের্ড। উদ্ধার হয় ষাট হাজার আটশাে আশি টাকা।

পুলিশ সূত্রে জানা গেল , ধৃতদের আলিপুর আদালতে তােলা হলে কয়েক জন জামিন পেলেও ক্রিমিনাল হিসেবে পুলিশের খাতায় নাম থাকাদের জেল হেফাজতের আদেশ হয়েছে।

Advertisement

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ সূত্রে জানা গেল, জীবনতলা থানা এলাকার বিভিন্ন অঞ্চলে বিশেষ তল্লাশি অভিযান চলছে। বিশেষ অপরাধে যুক্তদের শীঘ্র ধরা হবে। অন্যত্র অপরাধ করে জীবনতলা তে আশ্রয়। খুঁজে বেড়াচ্ছে পুলিশ

Advertisement

Advertisement