তৃপ্তি দিমরিকে তাঁদের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর নিযুক্ত করল মেলবোর্ন-ভিত্তিক মহিলাদের ফ্যাশন ব্র্যান্ড ফরএভার নিউ। অ্যানিমাল খ্যাত তৃপ্তি ভারত, অস্ট্রেলিয়া, কানাডা, দক্ষিণ আফ্রিকা এবং ইউরোপ সহ প্রধান বাজার জুড়ে ‘ফরএভার নিউ’-এর প্রতিনিধিত্ব করবেন। তৃপ্তির ট্রেন্ডি ফ্যাশন সেন্স শুধু অল্পবয়সী ক্রেতা নয়, বয়স্কদের ফরএভার নিউ নিয়ে ভাবতে বাধ্য করবে বলেই মত কোম্পানির।
এই নতুন দায়িত্ব পাওয়ার পর তৃপ্তি বলেন, ‘আমি সর্বদা ফরএভার নিউ এর এলিগ্যান্স এবং মডার্ন ফ্যাশানের অনবদ্য মিশ্রণের প্রশংসা করেছি -এটি সত্যিই আমার ব্যক্তিগত স্টাইলকে আরও আলোকিত করে। আমি সত্যিই পছন্দ করি। এমন একটি ব্র্যান্ডের গ্লোবাল ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়া একটি অবিশ্বাস্য সম্মান।’
Advertisement
এই উপলক্ষে, ফরএভার নিউ ইন্ডিয়ার কান্ট্রি ডিরেক্টর ধ্রুব বোগরা বলেছেন, “আমরা একটি অন-ট্রেন্ড, অত্যন্ত ফ্যাশনেবল, ইনক্লুসিভ ব্র্যান্ড, অনবদ্য কোয়ালিটির সঙ্গে পোশাকের স্থায়িত্বের ওপরও ভরসা করি। ভারতে আমাদের মিলিয়নেরও বেশি গুণগ্রাহী গ্রাহক আছেন, তাঁরা ছাড়াও তৃপ্তি অন্যদের কাছেও আমাদের নতুন সৃষ্টি তুলে ধরতে সফল হবে।
Advertisement
Advertisement



