• facebook
  • twitter
Friday, 5 December, 2025

মুখ্যমন্ত্রীর হাতে বেশ কিছু পুজোর ভার্চুয়াল উদ্বোধন

উপস্থিত ছিলেন ঝাড়্গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিত সিনহা, ঝাড়্গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, ঝাড়্গ্রামের সাংসদ কালিপদ সরেন।

মুখ্যমন্ত্রীর হাত ধরে ঝাড়্গ্রাম জেলার বেশ কিছু পূজোর ভার্চুয়াল উদ্বোধন হয়ে গেল এদিন বুধবার। এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সন্ধ্যায় বিভিন্ন জেলার পাশাপাশি ঝাড়্গ্রাম জেলার বেশ কয়েকটি পূজো উদ্বোধন করেন। এদিন ঝাড়্গ্রাম জেলার আটটি ব্লকের মোট এগারোটি ও ঝাড়্গ্রাম শহরের চারটি পূজো মুখ্যমন্ত্রী ভার্চুয়াল ভাবে উদ্বোধন করেন। এদিন জেলার মুল অনুষ্ঠানটি হয় ঘোড়াধরা সার্বজনীন পূজো কমিটিতে। এখানে উপস্থিত ছিলেন ঝাড়্গ্রামের জেলা শাসক সুনীল আগরওয়াল, পুলিশ সুপার অরিজিত সিনহা, ঝাড়্গ্রাম পুরসভার চেয়ারম্যান কবিতা ঘোষ, জেলা পরিষদের সভাধিপতি চিন্ময়ী মারান্ডী, ঝাড়্গ্রামের সাংসদ কালিপদ সরেন।

এদিন মুখ্যমন্ত্রী ঝাড়্গ্রাম বিনপুর এক ব্লকের সিজুয়া সর্বজনীন দুর্গাপূজা কমিটি, বিনপুর শিব মন্দির সার্বজনীন দূর্গা পূজা কমিটি, বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি সর্বজনীন দুর্গাপূজা কমিটি, শিলদা শিবশক্তি সংঘ, গোপীবল্লভ পুর এক ব্লকের গোপীবল্লভপুর থানা সর্বজনীন দূর্গোৎসব কমিটি, ছাত্তিনাশোল সর্বজনীন দূর্গাপূজা কমিটি, গোপীবল্লভপুর দুই ব্লকের তপশিয়া আঞ্চলিক সর্বজনীন দূর্গাপূজা কমিটি, জামবনি ব্লকের ডুমুরিয়া সর্বজনীন দূর্গাপূজা কমিটি সারেঙ্গা তপোবন আশ্রম দূর্গাপূজা কমিটি, ঝাড়্গ্রাম ব্লকের লোধাশুলি সর্বজনীন দূর্গাপূজা কমিটি, সাঁকরাইল ব্লকের কেশিয়াপাতা সর্বজনীন দূর্গাপূজা কমিটি,  ঝাড়্গ্রাম পুরসভার বাছুরডোবা সর্বজনীন দূর্গাপূজা কমিটি ( ইয়ং ইলেভেন ক্লাস), রঘুনাথপুর সর্বজনীন দূর্গাপূজা কমিটি ( অফিসার্স ক্লাব ), কানাগলি সর্বজনীন দূর্গাপূজা কমিটি রঘুনাথপুর, ঘোড়াধরা সর্বজনীন দূর্গাপূজা কমিটি পূজো উদ্বোধন করেন।

Advertisement

Advertisement

Advertisement