ইস্ট- ওয়েস্ট মেট্রোর কাজ করতে গিয়ে ২০১৯ সালে বউবাজারে ভেঙে পড়ে অসংখ্য বাড়ি। রাতারাতি ঘর ছাড়া হতে হয় প্রচুর মানুষকে। ২৩ টি বাড়ি কার্যত ভেঙে গিয়েছিল। সেই ভেঙে যাওয়া বাড়ি গুলির পুনর্নির্মাণ নিয়ে বাধে গোলযোগ। মেট্রো রেল কর্তৃপক্ষের তরফে বাড়িগুলি নির্মাণ করার পথে বাধা হয়ে দাঁড়ায় পৌরসভা কর্তৃক নির্ধারিত দুটি বাড়ির মাঝের দূরত্ব। বিল্ডিং প্ল্যান নিয়েও তৈরি হয় জট। গত বুধবার কলকাতা পুরসভার মাসিক অধিবেশনে ৪৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বিশ্বরূপ দে মেট্রোর কাজের জন্য ক্ষতিগ্রস্ত ২৩ বাড়ির নকশা অনুমোদনের বিষয়টি নিয়ে প্রশ্ন তুললে কলকাতা পুরসভার মেয়র জানান, মেয়র পরিষদের বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। শুক্রবার মেয়র পারিষদের বৈঠকে সেই সিদ্ধান্তকেই সিলমোহর দেওয়া হয়। পৌরসভা সূত্রে জানানো হয়েছে, দুটি বাড়ির মাঝের নির্ধারিত ছাড় এক্ষেত্রে দিতে হবে না মেট্রো কর্তৃপক্ষকে। বাড়িগুলির প্লানের যাবতীয় সমস্যার সমাধানও করে দিয়েছে কলকাতা পুরসভা। মেট্রো কর্তৃপক্ষ এবং পুরসভার সমন্বয়ে এই বউবাজার জট কাটবে বলে আশাবাদী ওয়াকিবহাল মহল।
Advertisement
Advertisement



