কেবলমাত্র পঞ্চায়েত এলাকা নয়, এবার শহরেও পাকা ছাদ পেতে চলেছেন রাজ্যবাসী। রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে, শহরের আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের জন্য পাকা বাড়ি নির্মাণ করা হবে। জানা গিয়েছে, পুর ও নগরোন্নয়ন দপ্তরের অধীনে এই প্রকল্পটি রূপায়িত হবে। বিধানসভার বাজেট অধিবেশনে পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, শহরের বস্তিবাসী এবং আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা মানুষদের জীবনযাত্রার মান উন্নয়নের উদ্দেশ্যে এই প্রকল্প গ্রহণ করা হয়েছে। সরকারের লক্ষ্য , আগামী পাঁচ বছরে প্রায় ২ লক্ষ ১০ হাজার পাকা বাড়ি তৈরি করা।
সূত্রের খবর, প্রতিটি বাড়ি পিছু সরকারের কম বেশি ১ লক্ষ ৯৩ হাজার টাকা খরচ হবে। কেন্দ্র এই জন্য দেড় লক্ষ টাকা বরাদ্দ করেছিল। কিন্তু কেন্দ্রের তরফ থেকে এখনও বকেয়ার অনেক টাকাই পাওয়া বাকি। কেন্দ্রের সঙ্গে আলোচনা করে রাজ্য সরকার এই টাকা আদায়ের চেষ্টা করছে । তবে সেই টাকা না মিললেও এই প্রকল্প থেমে থাকবে না বলে জানিয়েছে প্রশাসন । রাজ্য সরকার নিজের উদ্যোগেই এই কাজ এগিয়ে নিয়ে যাবে।
Advertisement
পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের উদ্যোগে পঞ্চায়েত এলাকায় বাংলার বাড়ি প্রকল্পের কাজ অনেকটাই এগিয়েছে। প্রায় ১২ লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। শহরেও এই প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করা হবে। তবে কেন্দ্রের সহায়তা এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। আপাতত রাজ্য নিজের উদ্যোগেই এই কাজ শুরু করতে চলেছে।
Advertisement
Advertisement



