কলকাতার ইনস্টিটিউট অফ চাইল্ড হেলথে চিকিৎসা চলছিল সন্তানের। রাতে শিশুটির পাশেই ঘুমিয়ে ছিলেন তার মা। ঘুমন্ত অবস্থাতেই ওই তরুণীর যৌন নির্যাতনের অভিযোগ উঠল হাসপাতালের ওয়ার্ডবয়ের বিরুদ্ধে। পাশাপাশি সে নিজের মোবাইলে ওই তরুণীর ভিডিও তুলেছে বলেও অভিযোগ উঠেছে। এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে হাসপাতালের দোতলার ওয়ার্ডে সন্তানের পাশে শুয়েছিলেন ওই তরুণী। সেই সময় এক ওয়ার্ডবয় তাঁকে খারাপভাবে স্পর্শ করে বলে অভিযোগ করেন তিনি। পাশাপাশি অভিযোগ, মোবাইলে তোলা হয়েছিল নির্যাতিতার ভিডিও।
Advertisement
রবিবার নির্যাতিতার দায়ের করা অভিযোগের ভিত্তিতে কড়েয়া থানার পুলিশ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। সে সুভাষগ্রামে থাকেন বলে জানা গিয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, সে ত্রিপুরার বাসিন্দা। অভিযুক্তের বয়স ২৬ বছর। যে মোবাইলে নির্যাতিতার ভিডিয়ো তোলা হয়েছিল সেটি বাজেয়াপ্ত করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত।
Advertisement
Advertisement



