• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুলিশ কর্মীদের তৎপরতায় আগুন থেকে বাঁচল একটি দোকান

বিষয়টি লক্ষ করার পরেই তাঁরা তৎপরতার সঙ্গে হাড়দা পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই পুলিশ ক্যাম্পের অফিসার অরুন লোহার ঘটনাস্থলে পৌছে যান।

প্রতীকী ছবি

দুই সিভিক ভলান্টিয়ার ও এক পুলিশকর্মীর তৎপরতায় আগুন লাগার হাত থেকে রক্ষা পেল একটি দোকান। এই ঘটনাটি ঘটেছে বিনপুর থানার হাড়দা বাজার এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বাজার এলাকার বাসিন্দা গৌরাঙ্গ মন্ডলের একটি স্টেশনারি দোকান রয়েছে। শনিবার গভীর রাতে ওই দোকানের ভিতর থেকে ধোঁয়া বার হতে দেখতে পান দুই সিভিক ভলান্টিয়ার তন্ময় সাহা ও দেবাশিষ মহন্ত। বিষয়টি লক্ষ করার পরেই তাঁরা তৎপরতার সঙ্গে হাড়দা পুলিশ ক্যাম্পে খবর দেন। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ওই পুলিশ ক্যাম্পের অফিসার অরুন লোহার ঘটনাস্থলে পৌছে যান। এরপরই দোকান মালিককে খবর দিয়ে ডেকে এনে দোকান খোলানো হয়। কিছুটা আগুন লাগলেও বড় কোনও ক্ষতি হয়নি বলে জানা গিয়েছে। কিছু জিনিস পুড়লেও লক্ষাধিক টাকার সামগ্রী রক্ষা পেয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের চেষ্টায় জল ঢেলে আগুন নেভানো হয়। শর্ট সার্কিটের ফলে আগুন লেগেছিল বলে প্রাথমিকভাবে মনে করছে পুলিশ।

Advertisement

Advertisement