• facebook
  • twitter
Saturday, 6 December, 2025

দরজায় তালা দিয়ে প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ

মৃতের বাবা বলেন, 'মেয়ে ফোন করে বলে বাবা তুমি এসো আমি আর নেই। আমরা দৌড়ে গিয়ে দেখি, ঘরে ঢুকে তালা মেরে কোপাচ্ছে।'

প্রতীকী চিত্র

ঘরের দরজায় তালা মেরে প্রথম পক্ষের স্ত্রীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে নদিয়ার ধানতলা থানার কুশোবেড়িয়া এলাকায়। অভিযুক্তকে আটক করেছে পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

রবিবার দুপুরে সুচিত্রা বিশ্বাস নামে ওই মহিলার ভাড়াবাড়িতে হঠাৎ হাজির হন তাঁর স্বামী নির্মল দত্ত। এরপরই ঘরের দরজায় তালা দিয়ে ধারাল অস্ত্র দিয়ে সুচিত্রাকে কোপাতে থাকেন তিনি। সুযোগ পেয়ে রক্তাক্ত অবস্থায় বাবাকে ফোন করেন সুচিত্রা। বাবা ও ভাই দ্রুত বাড়িতে এসে দেখেন অভিযুক্ত তখনও ঘরের মধ্যেই রয়েছে। পুলিশ বাড়ি থেকে সুচিত্রার দেহ উদ্ধার করে রানাঘাট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

মৃতের বাবা বলেন, ‘মেয়ে ফোন করে বলে বাবা তুমি এসো আমি আর নেই। আমরা দৌড়ে গিয়ে দেখি, ঘরে ঢুকে তালা মেরে কোপাচ্ছে।’ পরিবার সূত্রে জানা গিয়েছে। ১২ বছর আগে সুচিত্রা আর নির্মলের বিয়ে হয়। পারিবারিক বিবাদের জেরে কয়েকদিন ধরেই সুচিত্রা সন্তানদের নিয়ে আলাদা থাকতেন। পরে নির্মল পুনরায় বিয়ে করেন। তবে হঠাৎ তিনি এই রকম ঘটনা কেন ঘটালেন তার কারণ নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।

Advertisement

Advertisement