• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

পরকীয়ার জেরে স্বামীর হাতে খুন স্ত্রী, নিজেই খবর দিলেন পুলিশকে

কলকাতা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার জেরেই নিজের স্ত্রীকে খুন করলেন স্বামী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালার রাজা রামমোহন রায় রোডের সুকান্ত পল্লীতে। মৃতের নাম সমাপ্তি দাস (২৮)। এদিন রাতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করেন স্বামী কার্তিক দাস (৪১)। তাদের ১২ বছরের

কলকাতা: বিবাহ বহির্ভূত সম্পর্কের জন্য স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি নিত্য দিনের বিষয় হয়ে দাঁড়িয়েছিল। তার জেরেই নিজের স্ত্রীকে খুন করলেন স্বামী। বুধবার রাতে ঘটনাটি ঘটেছে বেহালার রাজা রামমোহন রায় রোডের সুকান্ত পল্লীতে। মৃতের নাম সমাপ্তি দাস (২৮)। এদিন রাতে স্ত্রীকে বালিশ চাপা দিয়ে শ্বাস রোধ করে খুন করেন স্বামী কার্তিক দাস (৪১)। তাদের ১২ বছরের একটি কন্যা সন্তান এবং ৫ বছরের এক পুত্র সন্তান রয়েছে বলে জানা গিয়েছে। গত এক বছরের কিছু বেশি সময় ধরে বেহালার সুকান্ত পল্লীর একটি বাড়িতে ভাড়া থাকতেন তারা। স্ত্রীর পরকীয়ার কথা জানতে পারেন স্বামী, যার জেরে প্রায় প্রতিদিনই অশান্তি লেগে থাকত। এদিন রাতেও সেই ঘটনার ব্যতিক্রম হয়নি। পুলিশ সূত্রে খবর, স্ত্রীকে খুন করার পর নিজেই ১০০ ডায়ালে ফোন করে খবর দেন পুলিশকে। পরে পুলিশ পৌঁছে দেখেন কার্তিক দাস তার স্ত্রীর মৃত দেহের পাশেই বসে আছেন। অভিযুক্তকে হেফাজতে নিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement