• facebook
  • twitter
Friday, 5 December, 2025

‘ভারতে বড় কিছু ঘটতে চলেছে’, হিন্ডেনবার্গের পোস্ট ঘিরে তোলপাড় সোশ্যাল মিডিয়া

পরিস্থিতি সামলে এখন অবশ্য ফের ঘুরে দাঁড়িয়েছে আদানি গ্রুপ

প্রতীকী চিত্র

হিন্ডেনবার্গ নিয়ে সোশ্যাল মিডিয়ায় ফের বিতর্কের ঝড়। বিস্ফোরক তথ্য সামনে আনবে হিন্ডেনবার্গ? এমনই দাবি করে পোস্ট করেছে এই সংস্থা। সোশ্যাল মিডিয়ায় তাদের সেই পোস্ট ঘিরে ব্যাপক জল্পনা ছড়িয়েছে। এক্স হ্যান্ডেলে তারা লিখেছে, ‘ভারতে খুব শীঘ্রই বড় কিছু ঘটতে চলেছে। তবে এখানেই থিম গেছে তারা। এর বাইরে আর বেশি কথা বলেনি।

তবে সেই পোস্টে বড় কিছু ইঙ্গিত আঁচ করছেন নেটিজেনরা। তাহলে কি ভারতের কোনও সংস্থার বিরুদ্ধে ফের বড়সড় বেনিয়মের অভিযোগ আনতে চলেছে তারা। কিন্তু কোন কোম্পানি বা কোন ব্যক্তিকে তারা এবার নিশানা করবে, তা নিয়েই শুরু হয়েছে জল্পনা। হিন্ডেনবার্গের রিপোর্ট শেয়ার বাজারেও প্রভাব ফেলতে পারে। এর আগে আদানি গোষ্ঠীর বিরুদ্ধে শেয়ার কারচুপি, ঘুরপথে শেয়ার বাজারে লগ্নি, করফাঁকি সংক্রান্ত গুরুতর অভিযোগ এনেছিল হিন্ডেনবার্গ। এরপরই আদানিদের শেয়ার দরে ধস নামে। পরিস্থিতি সামলে এখন অবশ্য ফের ঘুরে দাঁড়িয়েছে আদানি গ্রুপ। প্রসঙ্গত গত বছরের জানুয়ারি মাসে হিন্ডেনবার্গ রিসার্চের রিপোর্ট শোরগোল ফেলে দিয়েছিল। মার্কিন শর্ট সেলার সংস্থার এই রিপোর্ট কাঁপিয়ে দিয়েছিল আদানি শিল্পগোষ্ঠীর ভিত।

Advertisement

Advertisement

Advertisement