নিজস্ব প্রতিনিধি, কলকাতা: হাঁটু প্রতিস্থাপন ছাড়া বিনা অপারেশনে দক্ষতার সঙ্গে আর্থ্রাইটিস বা বাত, গাঁটের ব্যথা এবং সন্ধিস্থলে ব্যথা দক্ষতার সঙ্গে সারিয়ে তুলছেন অস্থি ও স্নায়ু চিকিৎসক ডাক্তার সন্তু দে। বহু রোগী কোমর এবং হাঁটু ব্যাথার সমস্যা থেকে মুক্তি পেয়েছেন। বহু রোগী ডাক্তার সন্তু দে’র থেকে পুনরায় অস্থি সংযোগ ও থেরাপি চিকিৎসায় সুস্থ জীবন অতিবাহিত করছেন।
বিনা অপারেশনে হাঁটু চিকিৎসা আশ্চর্যজনক হলেও বাস্তবে সত্যি করে দেখাচ্ছেন এই ডাক্তার। অনেক রোগীর কাছেই ডাক্তার এখন ভগবান। ব্যথার থেকে মুক্তি পেয়ে এখন তাঁরা সম্পূর্ণ সুস্থ ও স্বাভাবিক জীবন অতিবাহিত করছেন।
Advertisement
Advertisement
Advertisement



