তবে বুধবারের সেরা ক্লাইম্যাক্স ছিল একই বিমানে নীতিশ আর তেজস্বীর যাত্রা। বিমানেই কি জোট অদল-বদলের কথা হয়ে গেল? এদিন বিমান থেকে নামার পর সংবাদমাধ্যমেরএই প্রশ্নের সামনে তেজস্বী যাদব শুধু মুচকি হেসে বলেন, “ধৈর্য্য ধরুন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।”
দিল্লি, ৫ জুন – একদিকে সরকার গড়তে বৈঠকে বসেছে এনডিএ , অন্যদিকে বুধবার সন্ধ্যায় দিল্লিতে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের বাসভবনে ইন্ডিয়া জোটের বৈঠক শুরু হয়েছে সন্ধ্যা থেকে। লোকসভা ভোটের ফলে এবার তিনশোরও গণ্ডি পেরোতে পারেনি বিজেপি নেতৃত্বাধীন এনডিএ । পাশাপাশি অনেকটাই ‘ভালো’ ফল করেছে ইন্ডিয়া । ফলাফল প্রকাশ্যে আসতেই তড়িঘড়ি বৈঠক ডাকে ইন্ডিয়া জোট। পরবর্তী রণকৌশল স্থির করতে এই
তবে বুধবারের সেরা ক্লাইম্যাক্স ছিল একই বিমানে নীতিশ আর তেজস্বীর যাত্রা। বিমানেই কি জোট অদল-বদলের কথা হয়ে গেল? এদিন বিমান থেকে নামার পর সংবাদমাধ্যমেরএই প্রশ্নের সামনে তেজস্বী যাদব শুধু মুচকি হেসে বলেন, “ধৈর্য্য ধরুন। জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ।”
© 2025 - All rights reserved.