• facebook
  • twitter
Monday, 15 December, 2025

বিহারে খাড়গের কপ্টারে তল্লাশি কমিশনের,  অভিযোগ কংগ্রেসের 

পাটনা, ১২ মে –  বিরোধী শিবিরের আরও এক শীর্ষ নেতার কপ্টারে ফের তল্লাশি চালাল নির্বাচন কমিশন। এমনটাই অভিযোগ হাত শিবিরের। শনিবার বিহারের সমস্তিপুরে কংগ্রেস সভাপতির কপ্টারে  তল্লাশি চালানো হয় বলে অভিযোগ করে কংগ্রেস। শনিবার মুজফফরপুর এবং সমস্তিপুরে একাধিক সভা করেন খাড়গে। দুই সভার মাঝে তল্লাশি চালানো হয়।কপ্টারে  উঠে কমিশনের আধিকারিকরা তল্লাশি চালিয়েছেন বলে অভিযোগ। যদিও খাড়গের

Advertisement

Advertisement