• facebook
  • twitter
Wednesday, 17 December, 2025

বন্দুক দেখিয়ে ছাত্রীকে ধর্ষণ,গ্রেফতার গৃহশিক্ষক

বছর দুয়েক ধরে দিনের পর দিন ধরে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হয় নাবালিকা।সােমবার রাতে স্থানীয় থানায় অভিযােগ দায়ের করার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।

প্রতীকী ছবি(Getty Images)

বছর দুয়েক ধরে দিনের পর দিন ধরে শারীরিক ও মানসিক হেনস্থার শিকার হয় নাবালিকা। বছর ১৬র ছাত্রীকে ধর্ষন করে গেছে তার গৃহশিক্ষক।বন্দুক দেখিয়ে নিজের বিকৃত কামনা চরিতার্থ করে ওই ব্যক্তি।এমনকী এই ঘটনা বাইরে প্রকাশ করলে ছাত্রীকে খুন করারও হুমকি দেয় গৃহশিক্ষক।খাস কলকাতা শহরের নামী স্কুলের পড়ুয়ার সঙ্গে ঘটেছে এই ঘটনা।

সােমবার রাতে স্থানীয় থানায় অভিযােগ দায়ের করার পর গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে।মঙ্গলবার আদালতে তােলা হলে  বিচারপতি তাকে আট দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন।

Advertisement

তদন্তকারী সূত্রের খবর বাঁশদ্রোণীর বাসিন্দা নিগৃহীতা তরুণী নামী স্কুলের ৫ পড়ুয়া। বছর ১৬র ছাত্রীর বিজ্ঞান পড়ার জন্য নেতাজিনগরে এক গৃহশিক্ষক নিয়ােগ করা হয়।ছাত্রীর পরিবারের অভিযােগ গৃহশিক্ষক রাজীব চক্রবর্তী বন্দুক দেখিয়ে দিনের পর দিন ধর্ষন করে গেছে।

Advertisement

নিজের বাড়ি ছাড়াও ছাত্রীর বাড়িতেও মাঝেসাঝে পড়তে যাওয়ার অছিলায় যৌন হেনস্থা করেছে রাজীব।বিশেষত নবম শ্রেণীর ওই ছাত্রীর বাড়িতে কেউ না থাকাকালীন যেত সে ।এখানেই শেষ না , ছাত্রীটি যাতে কারাে কাছে মুখ না খােলে তা নিশ্চিত করতে খুন করার ভয় দেখিয়েছে।বন্দুক দেখিয়ে নাবালিকাকে ধর্ষন করে গেছে রাজীব চক্রবর্তী।

সােমবার নাবালিকার আচরণে অস্বাভাবিক লাগা বাড়ির লােকজন তাকে প্রশ্ন করে। এরপরেই পরিবারের সামনে কেঁদে ফেলে বছর ১৬র তরুণী।গোটা ঘটনা বাবা মাকে জানায়।এদিন রাতেই বাঁশদ্রোণী থানায় ছাত্রীর পরিবারের তরফ থেকে অভিযােগ দায়ের করা হয়।

তদন্তে নেমে নেতাজিনগরে রাজীব চক্রবর্তীর বাড়িতে তল্লাসি চালায় পুলিশ। সেখান থেকে দুটি গুলি উদ্ধার হয়েছে।এরপরেই রাজীব চক্রবর্তীকে গ্রেফতার করে বাঁশদ্রোণী থানার পুলিশ।ধৃতের বিরুদ্ধে বাঁশদ্রোণী থানায় পকসাে অ্যাক্টে অভিযােগ দায়ের করে ছাত্রীর পরিবার একই সঙ্গে নেতাজিনগর থানায় অস্ত্র আইনে অভিযােগ দায়ের করা হয়।

অভিযুক্ত রাজীব চক্রবর্তীর বিরুদ্ধে এর আগেও এমন অভিযােগ উঠেছিল বলে জানা গেছে।তবে এতদিন থানা পর্যন্ত সে জল গড়ায়নি।এছাড়া মঙ্গলবার সন্ধে পর্যন্ত বাঁশদ্রোণীর বাসিন্দা ওই ছাত্রীর পরিবার ছাড়া আর কেউ রাজীব চক্রবর্তীর বিরুদ্ধে অভিযােগ দায়ের করেনি।ছাত্রীর মেডিকেল টেস্ট ও গােপন জবানবন্দি নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ।এদিন আলিপুর আদালতে তােলা হলে ১৭ জুলাই পর্যন্ত রাজীব চক্রবর্তীকে পুলিশ হেফাজতের নির্দেশ দেন বিচারক।

Advertisement