হিসার , ১১ মার্চ – শিশু কন্যাকে হত্যা করে আত্মহত্যা করলেন বাবা। ভয়াবহ এই ঘটনা ঘটেছে হরিয়ানার হিসার এলাকায়। জানা গিয়েছে, মৃত ব্যক্তি বছর ৩৫ -এর সন্দীপ গোয়েল। তিনি পেশায় অধ্যাপক ছিলেন। হিসারের একটি বিশ্ববিদ্যালয়ে নিজের অফিসেই সন্তানকে খুন করে আত্মহত্যা করেন তিনি। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে হরিয়ানা পুলিশ।
জিজ্ঞাসাবাদের সময় পুলিশকে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের পশুচিকিৎসা এবং রেডিয়োলজি বিভাগের সামনে সন্দীপের স্কুটার দাঁড় করানো রয়েছে, তিনি দেখতে পান। সন্দীপের অফিসের সামনে গিয়ে দেখতে পান দরজা ভিতর থেকে বন্ধ। সেখানকার নিরাপত্তারক্ষীদের তিনিই খবর দেন। এর পর দরজা ভেঙে ভিতরে ঢোকার পর স্বামী ও কন্যার দেহ মেঝেতে পড়ে রয়েছে দেখতে পান ।
Advertisement
খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। দু’জনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। ঘটনাস্থলে পৌঁছেয় ফরেনসিক দল । প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, প্রথমে সার্জিকাল ব্লেড দিয়ে মেয়েকে খুন করেন বাবা। এর পর সেই একই ব্লেড দিয়ে নিজের গলা কেটে আত্মহত্যা করেন সন্দীপ। ঘটনার তদন্তে নেমে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি সন্দীপের মানসিক অবস্থা কেমন ছিল তা জানার চেষ্টা করছে হরিয়ানা পুলিশ।
Advertisement
Advertisement



