ওয়াশিংটন, ১৬ জানুয়ারি: আবার কি আমেরিকার প্রেসিডেন্ট পদে বসছেন ডোনাল্ড ট্রাম্প! জল্পনা ক্রমশ তীব্র হচ্ছে। ইতিমধ্যে মনোনয়ন বাছাইয়ে প্রথম নির্বাচনে জয়ী হয়েছেন তিনি। ফলে সেই সম্ভাবনা আরও জোরালো হয়েছে। যদিও তাঁর বিরুদ্ধে আদালতে ঝুলছে একাধিক মামলা। কোনও একটি মামলায় দোষী সাব্যস্ত হলেই গণেশ উল্টে যাবে ট্রাম্পের।তিনি তখন আর রাষ্ট্রপতি নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করতে পারবেন না আমেরিকার প্রাক্তন রাষ্ট্রপতি ট্রাম্প।
প্রসঙ্গত লোওয়া ককাসে রিপাবলিকান প্রার্থীদের মনোনয়ন নির্বাচনে বিপুল জনসমর্থন পেয়েছেন ট্রাম্প। ফলে আসন্ন রাষ্ট্রপতি নির্বাচনে তিনিই আপাতত জো বাইডেনের প্রধান প্রতিদ্বন্দ্বী। এদিকে রিপাবলিকান প্রার্থী বাছাইয়ের প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় আইওয়ায়তে এই বাছাইপর্বের কাজ চলছে। তাঁর প্রতিদ্বন্দ্বীর তালিকায় রয়েছেন মার্কিন রাষ্ট্রদূত নিক্কি হ্যালি, ফ্লোরিডার গভর্নর রন ডিস্যান্টিস ও ভারতীয় বংশোদ্ভূত উদ্যোক্তা বিবেক রামস্বামী। যদিও রামস্বামী ট্রাম্পের বিরুদ্ধে প্রেসিডেন্ট পদের দৌড় থেকে সরে দাঁড়িয়েছেন।
Advertisement
Advertisement
Advertisement



