• facebook
  • twitter
Friday, 5 December, 2025

আপাতত জেলেই থাকতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে

ইসলামাবাদ, ৩০ আগস্ট– মঙ্গলবার জামিন পাওয়ার পরই অন্য এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান । বুধবার এক বিশেষ আদালত নির্দেশ দিল, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে। মঙ্গলবার তোষাখানায় মামলায় জামিন পেয়েছিলেন ইমরান। কিন্তু এরপরই সাইফার মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে। অবশেষে বুধবার তাঁকে আদালতে তোলা হলে নির্দেশ

ইসলামাবাদ, ৩০ আগস্ট– মঙ্গলবার জামিন পাওয়ার পরই অন্য এক মামলায় গ্রেপ্তার হয়েছিলেন প্রাক্তন পাক প্রধানমন্ত্রী ইমরান খান । বুধবার এক বিশেষ আদালত নির্দেশ দিল, ১৩ সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতে থাকতে হবে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।

মঙ্গলবার তোষাখানায় মামলায় জামিন পেয়েছিলেন ইমরান। কিন্তু এরপরই সাইফার মামলায় গ্রেপ্তার করা হয় তাঁকে। অবশেষে বুধবার তাঁকে আদালতে তোলা হলে নির্দেশ দেওয়া হয়, আগামী ১৩ সেপ্টেম্বর পর্যন্ত ইমরানকে থাকতে হবে জেল হেফাজতে।

কী এই সাইফার মামলা? প্রধানমন্ত্রীর পদ থেকে তাঁকে সরিয়ে দেওয়ার পিছনে আমেরিকার ষড়যন্ত্র রয়েছে, এই অভিযোগ ছিল ইমরানের। আর সেই অভিযোগের প্রমাণ দিতে গিয়ে তিনি একটি নথি প্রকাশ্যে আনেন। জনসভায় তা প্রদর্শনও করেন। সেই নিয়েই ইমরানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যদিও ইমরানের দাবি, তিনি যা দেখিয়েছিলেন তা সাইফার অর্থাৎ গোপন খবরের সাংকেতিক রূপ নয়।

Advertisement

উল্লেখ্য, গত ৫ আগস্ট তোষাখানা মামলায় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তিন বছরের সাজা শুনিয়েছিল নিম্ন আদালত। সেই মামলায় আপাতত স্বস্তি পেলেও অন্য মামলার ফাঁসে জেল থেকে ছাড়া পাওয়া আর হল না ইমরানের।

Advertisement

Advertisement