বেঙ্গালুরু, ২৮ আগস্ট– ধর্ষণে অভিযুক্ত এক কয়েদির জেল পালানোর এমন ঘটনায় অবাক গোটা বেঙ্গালুরু। চারতলা সমান উঁচু পাঁচিল ডিঙিয়েই পালিয়েছে সেই অভিযুক্ত। সম্প্রতি এমনটাই ঘটেছে কর্ণাটকের একটি জেলে। গোটা ঘটনা ধরা পড়েছে কারাগার লাগোয়া রাস্তায় লাগানো সিসি ক্যামেরায়। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ওই ভিডিও ফুটেজ। অত উঁচু থেকে পড়ে পায়ে চোটও পান যুবক। এত করেও অবশ্য শেষরক্ষা হয়নি। একদিন পরেই পুলিশ পাকড়াও করে অভিযুক্তকে।
দক্ষিণের রাজ্যে এই ঘটনাটি ঘটে গত সপ্তাহে। ধর্ষণে অভিযুক্ত বছর তেইশের যুবক বসন্ত জেল থেকে পালাতে পাঁচিল টপকান। সিসি ক্যামেরায় দেখা গিয়েছে, ৪০ ফুট উঁচু পাঁচিল থেকে লাফ দিয়ে রাস্তায় নামেন যুবক। নিচে পড়ার পর শরীর ভারসাম্য রাখতে পারেননি। শুয়ে পড়েন ফুটপাথে। সঙ্গে সঙ্গে উঠে পড়লেও পায়ে ব্যাপক চোট পান। খুঁড়িয়ে হাঁটতে দেখা যায় তাঁকে। এদিকে কয়েদি পালাতেই হুলুস্থুল পড়ে যায় জেলে।
Advertisement
প্রসঙ্গত, চলতি বছরের মার্চ মাসে হরিয়ানায় জেল থেকে কয়েদি পালানোর ঘটনা ঘটেছিল। হরিয়ানার কুরুক্ষেত্র জেলার ওই জেল থেকে পালিয়েছিলেন তিন জন আসামী।
Advertisement
Advertisement



