নিজে আত্মসমর্পণ করে গ্রেফতার হতে গেলেও, নিজের দোষ স্বীকার করেননি ট্রাম্প। বলেছেন, ‘আমি নির্দোষ!’ তাঁর বিরুদ্ধে এই মামলাকে ‘প্রহসন’ বলেও কটাক্ষ করেছেন ট্রাম্প। তবে দোষ যদি না-ই করবেন তাহলে আত্মসমর্পণ করছেন কেন, তার কোনও উত্তর দিতে পারেননি তিনি।
আত্মসমর্পণের পরে অবশ্য আর দেরি করেনি জর্জিয়া প্রশাসন। সঙ্গে সঙ্গে গ্রেফতার করেছে ট্রাম্পকে। তাঁকে দেওয়া হয়েছে কয়েদি নম্বরও, ‘P01135809’। তাঁর জেল রেকর্ডে লেখা হয়েছে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্টের উচ্চতা ৬ ফুট ৩ ইঞ্চি, গ্রেফতারির সময়ে ওজন ছিল ৯৭ কেজি। তাঁর চোখেন মণির রং নীল, চুলের রং ব্লন্ড।
যদিও গ্রেফতারির পরে ২ লক্ষ মার্কিন ডলারের বন্ডের বিনিময়ে এবং একাধিক শর্ত সাপেক্ষে জামিন পেয়ে গিয়েছেন ট্রাম্প। বলা হয়েছে, তিনি সামাজিক মাধ্যমে সাক্ষীদের প্রভাবিত করার চেষ্টা করবেন না।