• facebook
  • twitter
Friday, 5 December, 2025

বিহারে ঘরে ঢুকে সাংবাদিককে গুলি করে মারল দুষ্কৃতীরা

পাটনা, ১৮ আগস্ট– বিহারের আরারিয়ায় হাড়হিম করা ঘটনা। এক তরুণ সাংবাদিকের ঘরে ঢুকে তাঁকে গুলি করে মারল দুষ্কৃতীরা। আরারিয়ায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা খুব সকালে বিমল যাদব নাম ওই সাংবাদিকের বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা খোলার পর দুষ্কৃতীরা ঘরে ঢুকে কাছ থেকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই সাংবাদিকের মৃত্যু হয়। এদিকে,

পাটনা, ১৮ আগস্ট– বিহারের আরারিয়ায় হাড়হিম করা ঘটনা। এক তরুণ সাংবাদিকের ঘরে ঢুকে তাঁকে গুলি করে মারল দুষ্কৃতীরা। আরারিয়ায় ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। পুলিশ জানিয়েছে, অজ্ঞাত পরিচিত দুষ্কৃতীরা খুব সকালে বিমল যাদব নাম ওই সাংবাদিকের বাড়িতে এসে ডাকাডাকি করে। দরজা খোলার পর দুষ্কৃতীরা ঘরে ঢুকে কাছ থেকে গুলি করে পালায়। ঘটনাস্থলেই সাংবাদিকের মৃত্যু হয়।

এদিকে, এই ঘটনাকে কেন্দ্র করে আরারিয়া শহরে বহু মানুষ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে পথে নেমেছেন। ওই সাংবাদিক প্রথমসারির হিন্দি সংবাদমাধ্যম ‘দৈনিক জাগরণ’-এর আরারিয়ার সংবাদদাতা ছিলেন। মনে করা হচ্ছে এলাকার কোনও খবরকে কেন্দ্র করে কোনও মহলের স্বার্থে ঘা লাগার কারণেই এই হত্যাকাণ্ড। বিহারে এর আগেও একই কারণে সাংবাদিক হত্যার ঘটনা ঘটেছে।

Advertisement

Advertisement

Advertisement