জনপ্রিয় সুপার মডেল ও অভিনেত্রী দর্শনা বণিক বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন। এখনও পর্যন্ত তিনি যে সব চলচ্চিত্রে অভিনয় করেছেন সেগুলি প্রায় সবই দক্ষিণ ভারতের চলচ্চিত্র। তবে এবারে তিনি খুব শীঘ্রই আবার বাংলা সিনেমায় অভিনয় করতে চলেছেন।
রাজীব বিশ্বাসের আগামী ছবিতে তাঁকে দেখা যেতে চলেছে। তিনি ছাড়াও এই ছবিতে অভিনয় করতে দেখা যাবে সােহম এবং প্রিয়াঙ্কা সরকারকে। এর আগে দর্শনা সােহমের সঙ্গে হুল্লোরে কাজ করেছেন। তবে সে ছবিতে নায়িকা হিসেবে তিনি কাজ করেননি বলেই জানিয়েছেন।
Advertisement
ছবিটির শুটিং শুরু হয়ে গেছে গত ৩ জুন থেকে। ছবিটির বেশিরভাগ শুটিং হবে কলকাতা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায়। দর্শনা জানিয়েছেন যে, এই ছবির জন্য তাঁর শুটিং-এর কাজ শুরু হবে এ মাসের শেষদিক থেকে।
Advertisement
Advertisement



