হ্যাঁ, ঠিক এমনটাই ঘটেছে। এবারের কান চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছে অনুরাগ কাশ্যপের ‘কেনেডি’। এই ছবিতে মুখ্য অভিনয়ে রয়েছেন সানি। এই ছবির প্রিমিয়ারে সানির অভিনয় দেখে আপ্লুত চলচ্চিত্র উৎসবের দর্শকরা। সানি যে এমন অভিনয় করতে পারেন, তা ভাবতেই পারেননি কেউ। তাই তো প্রিমিয়ারে সিনেমা শেষ হওয়ার পর সবাই যখন হাততালি দিয়ে সানিকে বাহবা জানাচ্ছিলেন, আবেগঘন হয়ে সানির চোখে জল।
সংবাদমাধ্যমকে সানি জানিয়েছেন, ”আমাকে সবাই পর্নস্টার হিসেবেই চেনে। অনেক চেষ্টা করেছি নিজের শরীর থেকে এই তকমা সরিয়ে নিতে। কিন্তু পারিনি। তবে কেনেডি দেখার পর আমাকে কেউ আর শুধু পর্নস্টার বলবে না। কেউ এটাও বলতে পারবে না, যে আমার অতীতের জন্য়ই এই ছবিতে সুযোগ পেয়েছি। আমি শুধুই পর্নস্টার… নই!”
Advertisement
Advertisement
Advertisement



