• facebook
  • twitter
Friday, 6 December, 2024

নিয়ন্ত্রণ হারিয়ে খাদে ‍বাস, ঘটনাস্থলেই মৃত ৭ সেনার তৎপরতায় মৃত্যুর মুখ থেকে রক্ষা ২৭ জন যাত্রীর

নিয়ন্ত্রণ হারিয়ে ‍বাস খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ৭ জনের। দুরবুকের কাছে বাঁক নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। তিন শিশু-সহ আহত হয়েছেন বেশ কয়েক জন। সেনাদের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পান ‍বাসের ‍বাকি যাত্রীরা। ২৭ জন যাত্রীকে জী‍বিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

নিয়ন্ত্রণ হারিয়ে ‍বাস খাদে পড়ে গিয়ে ঘটনাস্থলেই মৃত্যু হল ৭ জনের। দুরবুকের কাছে বাঁক নেওয়ার সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনাস্থলেই মৃত্যু হয় সাত জনের। তিন শিশু-সহ আহত হয়েছেন বেশ কয়েক জন। সেনাদের তৎপরতায় মৃত্যুর মুখ থেকে রক্ষা পান ‍বাসের ‍বাকি যাত্রীরা। ২৭ জন যাত্রীকে জী‍বিত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে জায়গায় দুর্ঘটনা ঘটেছ তার অদূরেই টহল দিচ্ছিল সেনার একটি দল। দুর্ঘটনার খবর পেয়েই তারা সেখানে চলে আসে এ‍বং দ্রুত উদ্ধারকাজ শুরু করে। তাদের মধ্যে কয়েক জন শিশুও ছিল।
 
আহতদের উদ্ধার করে সেনা হাসপাতাল এবং টাংস্টের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে পাঠানো হয়। হাসপাতালে দ্রুত ভর্তি করানোর জন্য সেনা হেলিকপ্টার নামানো হয়। ২২ জন আহত যাত্রীকে লেহ–র সেনা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁদের প্রাথমিক চিকিৎসার পর লেহ–র অন্য একটি হাসপাতালে স্থানান্তরিত করানো হয়।
 
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, লাদাখের একটি স্কুলের শিক্ষক এবং কর্মীরা বিয়েবাড়ি থেকে বাসে করে ফিরছিলেন। দুরবুকের কাছে দুর্ঘটনাটি ঘটে। বাসটি খাদে পড়তেই বাঁচানোর জন্য চিৎকার ভেসে আসছিল। প্রথমে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করেন। কিন্তু বাসটি অনেক নীচে পড়ে যাওয়ায় উদ্ধারকাজ করতে পারছিলেন না। তখনই সেনাদের কাছে দুর্ঘটনার খবর যায়। জওয়ানরা তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছন। দ্রুততার সঙ্গে যাত্রীদের উদ্ধার করেন।      ফলে জী‍বিত যাত্রীদের উদ্ধার করে প্রয়োজনীয় ‍ব্য‍বস্থা নেওয়া সম্ভ‍ব হয়।