পিতা অনুব্রতর এখন একমাত্র ভরসা ঈশ্বর। মেয়ের জামিন নিয়ে কাতর অনুব্রতের এখন একমাত্র ভরসা ঈশ্বর। তাই বোঝা গেল তার আবেদনে। সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালত থেকে বেরনোর সময় অনুব্রতর প্রার্থনা, “ঈশ্বর যেন বেল দিয়ে দেন।”
বর্তমানে বাবা ও মেয়ে দু’জন্যেই তিহাড় জেলে। এদিন বেরোনোর সময় সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন অনুব্রত। মেয়ে সুকন্যার সঙ্গে কী কথা হয় তাঁর, তা নিয়ে মুখ খোলেন। বলেন, “বাবা-মেয়ের মধ্যে যা কথা হয়। তাই হয়েছে।” আগামী ১২ মে সুকন্যার জামিন মামলার শুনানি। তা নিয়েও মুখ খোলেন অনুব্রত। তাঁর প্রার্থনা, “ঈশ্বর যেন বেল দিয়ে দেন।” নিজের শারীরিক অবস্থা নিয়ে মুখ খোলেন অনুব্রত। বলেন, “শরীর খুব খারাপ। বুকে ব্যথা। শ্বাসকষ্ট। সে কারণেই সংশোধনাগার পরিবর্তন করতে চাইছি।” জেলের বাইরের চিকিৎসক দেখানোর পরিকল্পনা চলছে বলেও জানান।
Advertisement
গত বছরের আগস্টে বোলপুরের নিচুপট্টির বাড়ি থেকে গ্রেফতার হন অনুব্রত মণ্ডল। আসানসোল বিশেষ সংশোধনাগার পর এখন তাঁর বর্তমান ঠিকানা তিহাড় জেল। তবে তা সত্ত্বেও তৃণমূল জেলা সভাপতি পদের কোনও বদল হয়নি। দলের প্রতি আস্থা রয়েছে বলেও জানান অনুব্রতর গলায়। তবে সোমবার দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কেমন ফল করতে পারে, তা নিয়ে একটি কথাও বলেননি গরু পাচার মামলায় ধৃত নেতা।
Advertisement
Advertisement



