দিল্লিতে বিজেপি সদর দফতরে যোগদান অনুষ্ঠানের পর সাংবাদিকদের মুখোমুখি হন কিরণ রেড্ডি। সেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপির শীর্ষ নেতৃত্বের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের উদ্দেশেও তোপ দাগেন, বলেন, “কখনও ভাবিনি কংগ্রেস ছাড়তে হবে। কিন্তু কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব পরিশ্রমবিমুখ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে হাইকমান্ড আলোচনাও করে না। মনে করে, তাঁরাই ঠিক বলে মনে করেন তাঁরা। সব রাজ্যেই কংগ্রেস ভেঙে পড়ছে। কিন্তু হাইকমান্ড কোনও মতামত নেয় না। যোগাযোগ রাখে না।
অন্ধ্র প্রদেশে বর্তমানে ক্ষমতায় রয়েছে ওয়াইএসআর কংগ্রেস। তাঁদের সঙ্গে লড়াই মূলত তেলুগু দেশম পার্টির। বিজেপি সে রাজ্যে অনেকটাই দুর্বল। আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যেও নিজেদের শক্তি বাড়াতে সচেষ্ট মোদি-শাহরা। কিরণের যোগদান তাতে বাড়তি অক্সিজেন যোগাবে বলে মত বিশেষজ্ঞদের।
Advertisement
Advertisement
Advertisement



