• facebook
  • twitter
Friday, 5 December, 2025

পুজোর হুড়োহুড়িতে জলের ট্যাঙ্কে ডুবে মৃত ৫

চেন্নাই, ৫ এপ্রিল– বুধবার চেন্নাইয়ের একটি মন্দির সংলগ্ন জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হল পাঁচ ব্যক্তির। মন্দিরে পুজো চলাকালীন হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহনী। জলের ট্যাঙ্ক থেকে পাঁচ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা বাড়তে পারে।  সকাল

চেন্নাই, ৫ এপ্রিল– বুধবার চেন্নাইয়ের একটি মন্দির সংলগ্ন জলের ট্যাঙ্কে ডুবে মৃত্যু হল পাঁচ ব্যক্তির। মন্দিরে পুজো চলাকালীন হুড়োহুড়িতে দুর্ঘটনা ঘটেছে বলে জানা গিয়েছে। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহনী। জলের ট্যাঙ্ক থেকে পাঁচ ব্যক্তির দেহ উদ্ধার করা হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতের সংখ্যা বাড়তে পারে। 

সকাল সাড়ে দশটা নাগাদ দুর্ঘটনা ঘটে। ওই সময় নাঙ্গানাল্লুরের ধর্মলিঙ্গেশ্বর মন্দিরের ভক্তরা ‘পাঙ্গুনি’ উদযাপনের জন্য মন্দির লাগোয়া একটি জলের ট্যাঙ্কের কাছে জড়ো হয়েছিলেন। চেন্নাই পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রথম এক ব্যক্তি শরীরের ভারসাম্য রাখতে না পেরে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে অন্যরা ঝাঁপ দিলে তাঁরাও গভীর জলে তলিয়ে যান। এখনও পর্যন্ত পাঁচ জনের দেহ উদ্ধার হয়েছে। দেহগুলিকে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। দুর্ঘটনা ঠিক কীভাবে ঘটল তা খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

Advertisement